নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - কয়েকদিনের মধ্যেই বঙ্গ জুড়ে শুরু হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এমন ভোটের মুখে বৃহস্পতিবার পার্টি অফিস দখলদারিকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বাঁধলো তৃণমূল এবং বিজেপির। তৃণমূল কর্মীরা জবরদখল করে পার্টি অফিস ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ বিজেপির। ঘটনাটি শিলিগুড়ির ফুলেশ্বরী ২৪ নম্বর ওয়ার্ড এলাকার।
সূত্রের খবর , বৃহস্পতিবার সকালে ২৪ নম্বর ওয়ার্ডে পার্টি অফিস দখলকে ঘিরে শুরু হয় বিজেপি নেতা বিকাশ সরকারের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা। তৃণমূল কর্মীরা অফিসের তালা ভেঙে জবর দখল করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পরর্বতীতে এই বচসা রণমূর্তির আকার ধারণ করতেই ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত থাকে পুলিশও।
এই বিষয়ে কংগ্রেস নেতা বিকাশ সরকার জানিয়েছেন,' কয়েক বছর আগে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একটি সমাজ সেবক সংস্থার জন্য এই অফিস তৈরি করেছিলাম। পরে যখন কংগ্রেসের যোগদান করি তখন মাঝেমধ্যে এই অফিসে বসতাম। এরপর দলবদল করে তৃণমূল করার সময়ও এই অফিস খোলা থাকতো। এটা কোন পার্টির জন্য নির্ধারিত অফিস নয়। অথচ তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তী আজ সকালে তার অনুগামীদের নিয়ে অফিসের তালা ভেঙে জবর দখল করার চেষ্টা করে। আমরা এই বিষয়ে আইনের সহায়তা নেব'।
অন্যদিকে শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন,' তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তী সকলের কাছে অনুমতি নিয়ে লিখিত ভাবে অফিস খুলেছে। রেলের জায়গা দখল করা বা কারোর অফিস দখল করার কোন মতলব আমাদের নেই। আজকে বিকাশ সরকার একজন বিজেপি কর্মী হয়ে কিভাবে কংগ্রেসের বোর্ড পার্টি অফিসে লাগিয়ে রাখতে পারে! তিনি যেরকম ব্যবহার করছেন শাসক দলের কর্মীদের সঙ্গে সেটা গ্রহণীয় নয়। বিকাশ সরকারের কোন বক্তব্য থাকলে তিনি আইনের সাহায্য নিতে পারে। তৃণমূল কর্মীরা ভদ্রতা জানে মানে তাদের দুর্বল ভাবার কোন মানে নেই ।আমাদের যতটুকু কথা বলার দরকার ছিল বিকাশ সরকারের সঙ্গে বলেছি এরপরে আগামী দিনে কোন ঘটনা ঘটলে সেটা পুলিশে লিখিত ভাবে জানানো হবে। তারপর আইন যা করার করবে'।
অন্যদিকে এলাকার তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তী বলেছেন,' এখানে দখলদারির কোন বিষয় নেই। দীর্ঘদিন ধরে এলাকায় একটি কংগ্রেস পার্টি অফিস ব্যবহৃত হয়ে পড়েছিল। আমরা কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা করে জানিয়েছিলাম গত চার বছরের জন্য এই পার্টি অফিস টা আমাদের দিতে হবে। তারা সম্মতি জানানোর পরেই বাড়ি অফিসে তালা খুলে আমরা ঢুকেছিলাম। তবে বিকাশ সরকার বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে তুমুল বছর শুরু করেছে। অথচ বিকাশ সরকারের সঙ্গে পার্টি অফিসে কোনো সম্পর্কই নেই'।
ভারত – ১৭
থাইল্যান্ড – ০
আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে নিপুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল
বাঁকুড়া-মালদহ সহ একাধিক জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ কুড়মিদের
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯