পাসপোর্ট জালিয়াতি মামলায় আটক বরুণ সিং রাঠোর

অক্টোবর ১৫, ২০২৩ বিকাল ০৬:১২ IST
652bdd6603ad3_IMG_20231015_180323

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি- শিলিগুড়িতে পাসপোর্ট জালিয়াতি মামলায় আটক বরুণ সিং রাঠোর।প্রায় ২৮ ঘন্টা জেরার পর নকশালবাড়ি থেকে বের হল সিবিআই আধিকারিকরা।

সিবিআই সূত্রের খবর   জাল পাসপোর্টের মূল অভিযুক্ত নকশালবাড়িতে বরুণ সিং রাঠোরের বাড়ি থেকে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করেছে সিবিআই।শনিবার দুপুর থেকে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই।তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে শনিবার রাতেই আটক করা হয় বরুণ সিং রাঠোরকে।উল্লেখ্য, সিবিআই এর আলাদা আলাদা টিম পশ্চিমবঙ্গ ও সিকিমের মোট ৫০টি জায়গায় হানা দিয়েছে।সিবিআই-এর  হাতে গ্রেফতার হয়েছেন গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট।শনিবার  শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে  বরুণ সিং রাঠোরের বাড়িতে হানা দেয় সিবিআই।তল্লাশি চলাকালীন বাড়ির পাশে  পরিত্যক্ত জমি ও গাছ থেকে উদ্ধার হয় বেশকিছু নথিপত্র।

ভিডিয়ো

Kitchen accessories online