নিজস্ব প্রতিনিধি , পাঠানকোট - সেনা সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই সেনাকর্মীর।ঘটনাটি ঘটেছে সোমবার মির্থ্যাল ক্যান্টনমেন্ট এলাকায়।সোমবার ভোররাতে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে একজন ২২ বছরের সেনা কর্মীর বিরুদ্ধে।অভিযুক্ত সেনাকর্মী চার বছর ধরে সেনাবাহিনীতে রয়েছেন।এরপর অন্যান্য সেনারা আহতদের হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।এরপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সেনা সূত্রে জানা গেছে , সোমবার মির্থ্যাল ক্যান্টনমেন্ট এলাকায় পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারের ওপর গুলি চালায় একজন ২২ বছর বয়সি সেনা কর্মী ।অন্যান্য সেনারা যখন ঘুমোচ্ছিলেন। সেই সময়ে গুলির শব্দ শুনতে পান তারা।তড়িঘড়ি ঘটনাস্থলে এসে আসল ঘটনাটি দেখতে পেয়ে সিনিয়র সেনাদের খবর দেন তারা।এরপর দুই হাবিলদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।এরপর পুলিশ ও সেনা সদস্যরা ব্যাপক অভিযান চালিয়ে অভিযুক্তকে সেনানিবাসের কয়েক কিলোমিটার দূর থেকে গ্রেফতার করেন।আইপিসি এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
এপ্রসঙ্গে একজন সেনাকর্মী জানিয়েছেন,"আমার ঘুমের মধ্যেই গুলির শব্দ শুনতে পায়।তাড়াতাড়ি বাইরে এসে দেখি দুজন হাবিলদার গুলিবিদ্ধ অবস্থায় পরে রয়েছেন।আমরা তড়িঘড়ি আমাদের সিনিয়রদের খবর দিয়ে আহত দুই হাবিলদারকে হাসপাতালে নিয়ে যাই।কিন্তু তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।এরপর আমাদের সেনা নিবাস থেকে কয়েক কিলোমিটার দূর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছি আমরা।অভিযুক্ত চার বছর ধরে সেনাবাহিনীতে রয়েছে।এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে।"
ভ্রূণ কান্ডের তদন্তে উচ্চ পর্যায়ের টিম গঠন পুরসভার
‘শিক্ষা চোর গেল, গরু চোর গেল, এবার পরে রয়েছে কয়লা চোর ভাইপো’, তীব্র কটাক্ষ সুকান্তর
৪ মাস কেটে হলেও কথা রাখেনি কর্তৃপক্ষ , কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়ালো হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেড
বৈদ্যবাটিতে খেলা হবে দিবসের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর ভাইয়ের
সারের বিরুদ্ধে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পুজারা
২ দিন পলাতক থাকার পর দুর্গাপুর স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
'আর কিছুদিন পর নিজেদের জিভই কাটতে হবে',ইদ্রিশকে পাল্টা তোপ বিজেপির
অর্পিতাকে জেরে করে একাধিক তথ্য ইডির হাতে
ফের নিম্নমুখী রুপোর দাম
লক্ষাধিক টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে ডেটা প্রোভাইড করার অভিযোগে গ্রেফতার ক্যাফে মালিক
টেট পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার মামলায় তালিকা তলব বিচারপতির
ফের নিম্নমুখী সোনার দাম