নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ৯০য়ের দশকের বলিউড কাঁপানো অভিনেত্রী ছিলেন রবিনা ট্যান্ডন। ৫০য়ের কোটায় পৌঁছেও গ্ল্যামার এতটুকু ফিকে হয়নি।এদিকে, প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা হয় পদ্মশ্রী সম্মান প্রাপ্তদের তালিকা। আর সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। পদ্মশ্রী পাওয়ার আনন্দ পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন করলেন রবিনা।
প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা হয় পদ্মশ্রী সম্মান প্রাপ্তদের তালিকা। আর সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। পদ্মশ্রী পাওয়ার আনন্দ পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন করলেন রবিনা।
পদ্মশ্রী সম্মানে সম্মানিত হওয়ার পর বন্ধু ও পরিবারের সঙ্গে জমিয়ে পার্টি করার বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রবিনা ট্যান্ডন।সেলিব্রেশনের সময় কেক কাটতে দেখা যায় রবিনা ট্যান্ডনকে। রবিনা যখন কেক কাটছেন, পাশে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেল অভিনেত্রীর মেয়ে রাশাকে। কখনও আবার মেয়ে রাশাকে আদরে ভরিয়ে দেন পদ্ম সম্মানে সম্মানিত রবিনা ট্যান্ডন। সেই মুহূর্তটিও লেন্সবন্দি হয়েছে।
প্রসঙ্গত , ১৯৭৪ সালে মুম্বইয়ে জন্ম অভিনেত্রীর। বলিউড ছাড়াও তেলুগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘পাত্থর কে ফুল’ ছবি দিয়ে, ও এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান। নব্বইয়ের দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ভাবে সফল চলচিত্রে অভিনয় করেন। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬) ,‘জিদ্দি’ (১৯৯৭)।
বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতেও কাজ করেছেন তিনি। ২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সমালোচক ও দর্শক এই চলচ্চিত্রে তাঁর কাজে বিস্মিত হন এবং প্রশংসা করেন।এরপর থেকেই বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতে কাজ করে গিয়েছেন তিনি। কাজ করছেন ওয়েব সিরিজেও।
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন , ক্ষমা চাওয়ার পরেও কটাক্ষের মুখে উরফি
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললেন করণ
সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে , বুঝতে পেরেছি হুমমমমমমমম , দাবি ভক্তদের
আপনি খুব ভাল মানুষ , শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা দেখে হেসে কুটোপুটি খেলো নেটপাড়া
খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ছবিতে কার্তিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে সারা আলি খানকে
আজ গোটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে , দাবি কাজলের
দেবের জোড়া প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী
যদি সাজানো ঘটনাই হত, তা হলে কি সরকার জড়িয়ে পরতো , পাল্টা প্রশ্ন অভিনেত্রীর
সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়ে মাত্র ১৮ তেই র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে , উচ্ছাসিত বার্তা সৃজিতের
এই মামলা হয় বিচারপতি নিতিন জামদার এবং অভয় আহুজার ডিভিশন বেঞ্চে
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে নির্দেশ নাওয়াজ-আলিয়াকে