নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - অবাক করা কান্ড খোদ সরকারি স্কুলে। যেখানে দিনের পর দিন সরকারি স্কুলের ঠিকমত পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে , ঠিক সেখানেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নজির গড়লো দক্ষিণ ২৪ পরগণার একটি স্কুল। নতুন সাচে সেজে উঠেছে সরকারি প্রাইমারি স্কুল। আর তাতে আপ্লুত পড়ুয়া সহ অভিভাবকরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে , দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী এলাকার চুনাখালি হাটখোলা প্রাইমারি স্কুলে বসেছে এই ডিজিটাল প্রযুক্তি। পড়ুয়ারা স্কুলে এসে বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেনডেন্স দেয়। তাদের ডিজিটাল আইডি কার্ড ছোঁয়ালেই স্কুলে অ্যাটেনডেন্স হয়ে যায়। এরথেকেও বড় বিষয় পড়ুয়ারা স্কুলে এসে অ্যাটেনডেন্স দিলেই অভিভাকদের ফোনে সঙ্গে সঙ্গে মেসেজ চলে যায়। ছুটির সময় ঠিক তেমনি নিয়ম প্রয়োগ করা হয়।
এছাড়া স্কুলে পড়াশোনা হয় অডিও ও ভিডিওর মাধ্যমে। স্কুলে আলাদাভাবে কোনো রোল কল হয় না। স্কুলের বায়োমেট্রিক মেশিনেই সমস্ত ডাটা স্টোর করা থাকে। স্কুলটিকে অত্যন্ত সুন্দর করে সাজানো। মনীষীদের বার্তা, সতর্কমূলক বার্তা এছাড়াও একাধিক বার্তা যা পড়ুয়াদের কাজে লাগবে সেই সবে ভর্তি।
চুনাখালি হাটখোলা প্রাইমারি স্কুলের এক পড়ুয়া সম্পূর্ণা হাউলি জানিয়েছে," আমাদের এই বিষয়টি খুবই ভালো লাগছে। আমাদের বাবা মারা জানতে পারছে কখন আমরা স্কুলে আসছে আর কখন স্কুল থেকে বেরোচ্ছি। তাতে তারাও খুশি হচ্ছে যে আমাদের বাচ্চারা অন্য কোথাও যাচ্ছেনা। শুধু স্কুলেতেই যাচ্ছে পড়াশোনার জন্য"।
এক অভিভাবক তনুশ্রী হাউলি জানিয়েছেন," এই মেশিনটা হয়ে আমরা খুব সহজেই জানতে পারি যে আমার সন্তান কখন স্কুলে যাচ্ছে কখন বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের ফোনে মেসেজ চলে আসছে। এটা হয়ে আরো একটা সুবিধা হয়েছে যে তারা সাহস পাবে না অন্য কোথাও যাওয়ার। স্কুলের নাম করে অন্য কোথাও সময় কাটাতে যেতে পারবে না"।
চুনাখালি হাটখোলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি,"এই মেশিনটার একটা সুইজের মাধ্যমেই আমরা আমাদের পড়ুয়াদের সমস্ত ডাটা পেয়ে যাই। যে তারা কখন কবে কবে স্কুলে এসেছে না এসেছে সবই"।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে