তাপমাত্রা স্বাভাবিক থাকলেই বুথে প্রবেশের অনুমতি

এপ্রিল ০১, ২০২১ বিকাল ০৫:৪০ IST
6065b4d7ad181_WhatsApp Image 2021-04-01 at 17.25.40

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - কোতুলপুরের সরিষা দিঘী ১২৩ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা। সাধারণ মানুষদের দাবি, স্বাস্থ্যকর্মীরা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী তাদের তাপমাত্রা পরীক্ষা করছে। 

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের তাপমাত্রা মাপছে এবং যাদের দেহে তাপমাত্রা বেশি তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। যার জেরে অনেক ভোটাররা বাড়ি ফিরে গেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

 

ভিডিয়ো

Kitchen accessories online