নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের সহ ওষুধের দাম বাড়ায়, অগ্নিমূল্য হয়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। যার ফলে মাথায় হাত আমজনতার। মূল্যবৃদ্ধির প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রথম দিন থেকেই রাস্তায় নেমেছে ঘাসফুল শিবির। এবার মূল্যবৃদ্ধি নিয়ে পূর্ব মেদিনীপুরে প্রতিবাদ মিছিলে পা মেলালেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী।
কিছুদিন আগে চুঁচুড়ার বিধায়ক রাস্তায় কাঠ-কয়লা দিয়ে ভাত ফুটিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ায়। এরপর আজ মন্ত্রী অরূপ রায় নেতৃত্বে হাওড়ায় এক বিশাল প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। এছাড়া কংগ্রেসও অভিনব বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমানে। আজ তৃনমূলের কর্মী-সমর্থকরা পেট্রোপণ্যের সঙ্গে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে মিছিল করে পূর্ব মেদিনীপুরের কোটলাউড়ী মোড় থেকে ভগবানপুর শহীদ বেদী পর্যন্ত।
এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক। পাশাপাশি প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। তারকা বিধায়ক ছাড়াও এই বিক্ষোভের সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, ভগবানপুরের প্রাক্তন বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি ও ভগবানপুরের আরও এক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি। এই প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন তারকা বিধায়ক।
বিক্ষোভ মিছিলে গিয়ে তারকা বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়েছেন, 'আমরা তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি মোদি সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এই প্রতিবাদে হাজার হাজার মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে কারণ বিজেপি সরকারের এই মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম হয়ে গেছে। যার ফলে মধ্যবিত্তদের জীবন অতিবাহিত করা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। করোনা কালে অনেকেই জীবন ও জীবিকা হারিয়েছে। তারপরও কেন্দ্রীয় সরকারের পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোয় ধিক্কার জানাচ্ছে সকলেই'।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম