নিজস্ব প্রতিনিধি, অ্যামস্টেলভিন - আইপিএল থেকেই ছক্কার ঝর তুলেছিলেন। সেই বদঅভ্যেস যেন ছাড়তেই পারছেননা জস বাটলার। নেদারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে পিচের বাইরের বলেও ছক্কা হাঁকান তিনি। যেই শটের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাটলারের এই বিধ্বংসী মেজাজে মুগ্ধ হয়েছেন সচিন তেন্ডুলকর।
আইপিএল শেষের পরেই সেরা একাদশে বাটলারকে নিজের দলে রেখেছিলেন মাস্টার ব্লাস্টার। ফের সেই বাটলারেই মজলেন তিনি। শুধু পিচের নয় দুটি ড্রপ খেয়ে আসা বাইরের বলকেও অনায়াসেই গ্যালারির রাস্তা দেখাচ্ছেন এই ইংলিশ ব্যাটার।
নেদারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন বাটলার। তবুও তার ব্যাটিংয়ে কোনো তফাৎ দেখা যায়নি। এদিন ৬৪ বলে ৮৬ রান করেন তিনি। ইংল্যান্ডের ইনিংসের ২৯তম ওভারে বল করতে আসেন নেদারল্যান্ডসের পল ভ্যান মিকরেন। সেই ওভারেই এই কান্ড ঘটালেন বাটলার।
মিকরেন ওভারের পঞ্চম বলটি মিকরেন স্লোয়ার দেওয়ার চেষ্টা করেই বিপাকে পড়েন। সফল তো হতেই পারেননি উল্টে নো বল করে বসেন। বলটি দুটি ড্রপ খেয়ে পিচের বাইরে পরে। সেখান থেকে বলটিকে স্কোয়ার লেগ বাউন্ডারির দিকে ছয় মেরে পাঠিয়ে দেন বাটলার। পরে ফ্রি হিটেও ছক্কা হাঁকান তিনি।
বাটলারের এই ছয় মারার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সচিনও এই শট উপভোগ করেছেন। এতটাই মজা পেয়েছেন যে ব্রিটিশ ব্যাটারের এই ছয়ের ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে শেয়ার করেছেন লিটল মাস্টার।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
আইসিসির ক্রমতালিকায় ফের বিরাটকে ছাপিয়ে গেলেন পাক অধিনায়ক
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
আসন্ন ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বোলার জসপ্রীত বুমরা
ম্যাচের শেষে ফলাফল ১১-২১, ১৭-২১
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ম্যাচের শেষে ফলাফল ২১-১২, ২১-১৭