নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – পুলিশের সঙ্গে তীব্র টালবাহানার পর গতকাল আদালত থেকে শর্তসাপেক্ষ সভা করার অনুমতি পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরই এদিন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে পিংবনিতে সভা করেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। রাজ্যে লক্ষাধিক ভুয়ো জাতিগত শংসাপত্র বিলি করা হয়েছে। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অর্থের বিনিময়ে প্রচুর অযোগ্য প্রার্থীদের তপসিলি জাতি/উপজাতির সার্টিফিকেট দেওয়া হচ্ছে, প্রকৃত প্রার্থীরা বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।একইসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘বিক্রি’ হয়ে গিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো।
এদিন সভায় তিনি বলেন, “আজকের মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহলের রাস্তা আমি দেখিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের রাস্তা জানতেন না। লালগড়ে একটা সভা করা যায় কি না ২০১০ সালে জিজ্ঞাসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই সভা করে দেখিয়ে দিয়েছিলাম। জঙ্গলমহলের মানুষকে নিয়ে লড়াই আমি করেছিলাম। তার সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন।”
এরপর সরাসরি কুড়মি নেতা রাজেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন “আগে রাজেশকে ক্রিমিনাল বলেছিলেন উনি। এখন সেই রাজেশের সঙ্গে! আর রাজেশকেও বলিহারি। গিয়ে মমতার পায়ে পরেছেন। তবে রাজেশ বিক্রি হতে পারে, কুড়মিরা বিক্রি হওয়ার লোক নয়। রাজেশ মাহাতোকে কিনে নিয়েছেন।কিন্তু কুড়মি জনজাতির লোকজন বিক্রি হওয়ার নয়। ’’
এরপরেই ভুয়ো জাতির শংসাপত্র দেওয়া নিয়ে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন “গোটা রাজ্য অন্তত লক্ষাধিক লোককে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এসটি হওয়ার দরকার নেই, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই চোরেরা জাত পর্যন্ত বিক্রি করছে টাকার জন্য।একটি বিশেষ সম্প্রদায়কে ওবিসি তালিকা ভুক্ত করে ভোট পাওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে হিন্দু কুড়মি ওবিসি সম্প্রদায়ের বঞ্চিত করা হয়েছে। এরকম কোনও রাজ্যে পাবেন না। ”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের