নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সিকিমের অতি ভারী বৃষ্টিতে তিস্তার জল বেড়েছে। সেই কারণে প্লাবনের আশঙ্কা রয়েছে জলপাইগুড়িতে। মেখলিগঞ্জে নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতর। জেলাশাসক শ্যামা পারভিন নিজে গোটা এলাকায় নজরদারি করছে।
সূত্রের খবর , পাহাড় থেকে বিপুল পরিমাণে জল নামছে জলপাইগুড়িতে। তিস্তায় জল বাড়ায় জলপাইগুড়িতে রয়েছে প্লাবনের আশঙ্কা। কারণ তিস্তায় জল বাড়ায় লকগেট খুলে দেওয়া হয়েছে। মোট ১২ হাজার কিউসেক জল ছেড়েছে তিস্তা ব্যারাজ। যার জেরে জল নামছে জলপাইগুড়িতে।
অন্যদিকে দুপুর ২ টো নাগাদ দোমহনি তিস্তা বিপদসীমা অবদি জল বইতে পারে বলে আশঙ্কা রয়েছে। দোমহনি-মেখলিগঞ্জ ও বাংলাদেশের একাংশ ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মেখলিগঞ্জ সহ এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তিস্তা পাড়ে চলছে মাইকিং পুলিশ প্রশাসনের। নদীর পাশের বাসিন্দাদের সরানো হচ্ছে।জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুল গুলিকে ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক শ্যামা পারভিন।