নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - চতুর্থ দফা ভোটের দিন বঙ্গ সফরে এলেন মোদি। বিধানসভা নির্বাচনের প্রচারে, শনিবার শিলিগুড়ি জনসভায় যোগদান করে, বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শিলিগুড়ি জনসভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “দু’দিন আগে জলপাইগুড়ির এক চা-কর্মী বোনের কথা আমি পড়ছিলাম। সাংবাদিকদের তিনি অসুবিধার কথা বলছিলেন। আমি বলছি, বিজেপি সরকার আপনাদের জন্য দিনরাত কাজ করবে। অসমে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ঘর হাসপাতাল, স্কুল সব দিয়েছে। বাংলায় বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া শুরু হবে। পিএম কিসান সম্মান নিধির ১৮ হাজার টাকা দ্রুত আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। উত্তরবঙ্গে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি তো হবেই, তার সঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা হবে।”