নিজস্ব প্রতিনিধি , কোচবিহার – প্রমাণ খুঁজতে মেখলিগঞ্জে উপস্থিত হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচনে মেখলিগঞ্জে স্ট্রংরুমে কারচুপির অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখতে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি থেকে বিচারপতির মেখলিগঞ্জে আসেন বিচারপতি। তবে শেষ পর্যন্ত সফটওয়্যার না খোলায় ফিরে আসতে হয়। রাতে আদালতে সার্কিট বেঞ্চে ফিরে এসে সফটওয়্যার কলকাতায় প্রিন্সিপাল বেঞ্চে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর , পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমে অসংগতি হয়েছে। এই অভিযোগ নিয়ে কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার নির্দলসহ মোট ১০ জন প্রার্থী কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন।চ্যাংড়াবান্ধা এলাকায় ভোটে কারচুপি এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তাঁরা। সেই মামলার শুনানি চলাকালীন কোচবিহারের জেলাশাসককে নির্বাচনের স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি।
বৃহস্পতিবার মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত ফুটেজ নিয়ে আদালতে গিয়েছিলেন। কিন্তু আদালতে বিচারপতির সামনে ভিডিয়োটি চলেনি বলে অভিযোগ।তার পরেই জলপাইগুড়ির সার্কিট হাউস থেকে ফুটেজ দেখতে মেখলিগঞ্জের উদ্দেশে রওনা দেন বিচারপতি।তাঁকে জানানো হয় মেখলিগঞ্জে একটি সফটওয়্যার আছে যা দিয়ে এই ফুটেজ খোলা যাবে।
এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি এখনই মেখলিগঞ্জ যাবেন। এরপর বিকেল ৩.৪০ নাগাদ মেখলিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেখানেও সফটওয়্যার না খোলায় জলপাইগুড়ি ফিরে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ফিরে এসে রাত আটটা নাগাদ ফের আদালতে শুনানি শুরু করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । যে সফটওয়্যারটি প্রযুক্তিগত কারণে খুলছিল না সেটিকে কলকাতায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন।আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য এবং নির্বাচন দপ্তরকে এভিডেভিড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। দুসপ্তাহ পর মামলার আবেদনকারীদের এভিডেভিড জমা দিতে হবে।
এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিরোধীদের অভিযোগ, স্ট্রংরুমে কিছু একটা গোলমাল হয়েছিল। আমি তাই সেখানকার ভিডিয়ো দেখতে চেয়েছিলাম। আজকেই ভিডিয়োটি দেখা প্রয়োজন ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে এখানে এসেও তা দেখা গেল না।`
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর