নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পঞ্চায়েত ভোটের দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৈরি হলো বিজেপি ও তৃণমূলের তুলকালাম কান্ড। বিজেপির দেওয়াল লিখনী মুছে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যাতে বিজেপি নেতাকে মারধর করার ঘটনার ছবি কার্যত স্পষ্ট।আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনের বিজেপি প্রার্থী রমেশ ঘোষ শ্যামল্যা গ্রাম পঞ্চায়েতের আলিনগর এলাকায় যখন দেওয়াল লিখন করছিলেন সেই সময় জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, বোধন রুইদাস তাদের দলবল নিয়ে এসে দেওয়াল লিখনে বাধা দেন।এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও করে মারধর করা হয়। পাশাপাশি বেশ কিছু বিজেপি কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
যদিও জামুরিয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তার বিরুদ্ধে ওঠাও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান "দলীয় মিটিং সেরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন তাদের দখলে থাকা দেওয়ালে বিজেপি কর্মীরা লিখে দিচ্ছে। সেই ঘটনার প্রতিবাদ জানালে তাদের ওপর চড়াও হয় বিজেপির রমেশ ঘোষ ও তাদের দলবল"।
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি