নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পঞ্চায়েত বোর্ড গঠনের আগে যেন সিনেমা চলছে দিনহাটা মহকুমা জুড়ে। হঠাৎই এলাকা থেকে উধাও বড় আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়ী দুই নির্দল পঞ্চায়েত সদস্য। পাশাপাশি ওই এলাকায় দেখা মিলছে না তৃণমূল কংগ্রেস দলের হয়ে জয়লাভ করা আরও ৭ পঞ্চায়েত সদস্যের। শুক্রবার সকালে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সংশ্লিষ্ট অঞ্চল তৃণমূলের সভাপতি শশধর বর্মন। অভিযোগ , অঞ্চল চেয়ারম্যান জয়নাল উদ্দিন মিয়ার মদতেই এই ঘটনা ঘটছে।যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , নির্দল থেকে জয়লাভ করা দুই পঞ্চায়েত সদস্যের সমর্থনে প্রধান নির্বাচন করতেই ওই দলীয় পঞ্চায়েত সদস্যরা এলাকা থেকে উধাও হয়েছে। এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি চাইছেন ওনার নিজের ভাইয়ের বউ ভূমিকা দাস বর্মনকে প্রধান করবেন। সেই নিয়ে বহু বৈঠক হলেও তিনি তার ভাইয়ের বউকেই প্রধান পদ দেবেন বলে সাফ জানিয়ে দেন। পাল্টা জয়নাল বাবু জেনারেল সংরক্ষিত মহিলা পঞ্চায়েত সদস্যা জরিনা বিবিকেকে প্রধান বানাতে চান।আর সেই থেকেই এই সিনেমার সূত্রপাত। তবে নির্দলদের নিয়ে শাসক দলের পঞ্চায়েত সদস্যদের অধিকাংশ নিরুদ্দেশ হওয়াতে জোড় চাঞ্চল্য ওই এলাকায়।
এই বিষয়ে বড় আটিয়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শশধর বর্মন বলেন, "এই গ্রাম পঞ্চায়েতে ১৬ টি আসনের মধ্যে ১১ টি আসনের তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। দুটি আসনে নির্দল বাকি তিনটিতে বিজেপি জয়ী হয় এবং পাশপাশি ২৭ জুলাই তারিখ রাত্রিবেলা হঠাৎ নির্দলদের নিয়ে উধাও হয় দলের কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য। দলের বাকি চারজন সদস্য সহ আমাকে অন্ধকার রেখে বোর্ড গঠনের জন্য এইভাবে নির্দলদের সমর্থন নেওয়ায় দলের একাংশের মদত রয়েছে বলে খবর পেয়েছি। উচ্চ নেতৃত্বকে সব জানিয়েছি। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। প্রধান হতে গেলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নেই জরিনা বিবির"।
যদিও জয়নাল বাবুকে এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ ফোন করা হলে তিনি ফোন মাধ্যমে জানান , "যেহুতু এবছর এই গ্রাম পঞ্চায়েতে প্রধান পদটি জেনারেল মহিলা সংরক্ষিত। তাই আমরা জেনারেল সংরক্ষিত মহিলা পঞ্চায়েত সদস্যা জরিনা বিবিকেকে প্রধান করবো। কেননা দলের অধিকাংশ নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা তাকেই চাইছেন"।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর