নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মাঝে মাত্র ১২ দিনের ব্যবধান। চলতি মাসের ১৬ তারিখে উত্তর ২৪ পরগণার বারাসাতের সিপিএম থেকে তৃণমূলের যোগদান করেছিলেন প্রায় ৪০০ জন নেতাকর্মীরা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘটল উল্টো পুরাণ। রবিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলেন প্রায় ৪০০ জন নেতা কর্মী। পাশাপাশি পুলিশের কড়া নিরাপত্তায় দু'নম্বর ব্লকে ১২ বছর পর পুনরায় খোলা হল সিপিএম অফিস। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তর ২৪ পরগনায় পুনরায় লাল ঝান্ডা ওড়ায় নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
লাগাতার জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার প্রার্থী ঠিক করবে সাধারণ মানুষ। কিন্তু সেখানে তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য টাকা চাওয়ার পাশাপাশি গোষ্ঠী কোন্দলের শিকার হতে হচ্ছে দলীয় কর্মীদের। এর প্রতিবাদেই দল ছাড়ার সিদ্ধান্ত।
এই বিষয়ে সদ্য দলত্যাগী তৃণমূল নেতা নজরুল ইসলাম অভিযোগ করে বলেছেন,' আমাদের মত ভাল লোক ওরা চায় না। ওরা চায় দুর্নীতিগ্রস্ত লোক নিয়ে পুর পঞ্চায়েত চালাবে। তাই জন্যই আমরা তৃণমূল ছেড়ে আজ লাল পতাকা হাতে তুলে নিতে বাধ্য হলাম'।
রাজ্যের শাসকদলের লড়াই দেখেই তৃণমূলের একাংশের হুঁশ ফিরেছে এমনই কটাক্ষ করেছেন সিপিএম। এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানান,' আইএসএফ কংগ্রেস যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সবাইকে সঙ্গে নিতে চাই আমরা'। যদিও তৃণমূল নেতাকর্মীদের বাম শিবিরের যোগদান করাতে সেই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ শাসক-শিবিরের কর্তৃপক্ষ। তৃণমূলের ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন,' কে সিপিএমে যোগদান করছে না করছে সেই বিষয়ে আমরা অতটা গুরুত্ব দিনা'।
উল্লেখ্য, আগে বারাসাতের দু'নম্বর ব্লকে সিপিএমের রাজত্বের জেরে মাথা তুলে দাঁড়ানোর সাহস পেত না কোন রাজনৈতিক দল। কিন্তু পালা বদলের সঙ্গে সঙ্গে সেখানেও বদল ঘটে। তবে এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দু'নম্বর ব্লকে তৃণমূলের অন্দরে ভাঙন ধরালো সিপিএম। মূলত পঞ্চায়েত নির্বাচনের সময় কে বাজিমাত করবে এখন সেটিই দেখবার।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের