অমৃতবাজার এক্সক্লুসিভ - আগুন বা উত্তপ্ত জড় পদার্থের স্পর্শে পুড়ে যাওয়া। তাছাড়া উত্তপ্ত তরল পদার্থের স্পর্শে পুড়ে যাওয়া এরকম আচমকা অ্যাক্সিডেন্টের কারণে মানুষকে বিপদের মুখে পড়তে হয়।তাই আপনারা চাইলে জেনে নিতে পারেন আচমকা এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটলে ঘরোয়া প্রস্তুতি হিসেবে কী কী উপায় অবলম্বন করবেন ? প্রাথমিক চিকিৎসা হিসাবে মেনে চলতে পারেন এই সকল ঘরোয়া টিপস।
১.দাহ্য বা ঝলসানো রোগীর ক্ষত স্থানে এমনভাবে ঠান্ডা জল দিয়ে ধুঁয়ে ফেলুন যাতে জল ধীরে ধীরে ক্ষতের উপর দিয়ে গড়িয়ে যায়, এভাবে যতক্ষণ ক্ষত স্থানের জ্বালা যন্ত্রণা না কমে এবং ক্ষত স্থানের গরম ভাব না কমে ততক্ষণ ঠান্ডা জল দিতে হবে অথবা ক্ষতস্থানকে জলে ডুবিয়ে রাখুন। ব্যাথা উপশমের জন্য অন্তত ১০ মিনিট এই অবস্থায় রাখুন।
২. মারাত্মক পুড়ে যাওয়া আহতের যদি জ্ঞান থাকে তবেই তাকে বিরতি দিয়ে ঠান্ডা জল খেতে দেবেন।
৩.পরিষ্কার জীবানুমূক্ত ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ক্ষত স্থান হালকা করে বেঁধে দিতে হবে।
৪.আহত ব্যক্তি যদি জ্ঞান হারিয়ে ফেলে তবে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণের ব্যবস্থা সহ কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে।
৫. আহত ব্যক্তির পোড়া জায়গায় ঠান্ডা করার জন্য বার্নল, ডারমাজিন মলম অথবা যে কোন বার্ণ অয়েন্টমেন্ট লাগানো যেতে পারে। তবে অতিরিক্ত পুড়ে গেলে যেকোন লোশন, মালিশ বা তৈল ব্যবহারে বিরত থাকবেন।
৬. ফোস্কা পড়লে কোন ফেস্কা গলানো যাবে না। পোড়া অংশে হাত লাগানো যাবে না। ৩য় মাত্রার ক্ষেত্রে পোড়া কাপড় শরীরে লেগে থাকলে তা টেনে উঠানো যবেনা। বাড়তি কাপড় কেটে ফেলতে হবে।
প্রচুর স্যালাইন জল খাওয়াতে হবে।তবে অবশ্যই এরপর তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ডাক্তারের কাছে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে নিতে হবে।
৭.পরিধেয় কাপড়ে আগুন ধরলে - অগ্নি নির্বাপক দ্বারা আগুন নিভিয়ে ফেলুন বা মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন যাতে আগুন নিভে যায়।ঢিলা-ঢালা কাপড় হলে খুলে ফেলতে হবে। কিন্তু যে সব কাপড় পোড়ার উপরে লেগে আছে তা খুলবেন না।পোড়া অংশের উপরে ঠান্ডা জল ঢেলে নিতে হবে। ভুলেও পোড়া অংশে ঘষা দেবেন না।