ডাকাতির ছক বানচাল পুলিশের

মার্চ ২৯, ২০২১ দুপুর ১১:৩৩ IST
60616788878c8_320-214-11194569-626-11194569-1616942985871

নিজস্ব প্রতিনিধি, মালদা - হরিশচন্দ্র থানার পুলিশের বড় সাফল্য। ডাকাতির ছক বানচাল করে, পুলিশ গ্রেফতার করেছে পাঁচজনকে।

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে, হরিশচন্দ্র থানার পুলিশ হানা দেয় লোটোরা জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায়। তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল, ওই এলাকায় কয়েকজন যুবককে জমায়েত করতে দেখে। ঘটনাস্থলে পুলিশ আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সে চেষ্টা বৃথা হয়। হরিশচন্দ্র থানার পুলিশের দল হাতেনাতে গ্রেপ্তার করে ৫ জনকে।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অত্যাধুনিক পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র। ধৃত ব্যক্তিদের নাম আনারুল হক, মহবুল হক, আরজাউল হক, আকমল শেখ ও আমিরুল। ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল বলে জানা গেছে প্রাথমিক তদন্তে। রবিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়  ধৃত যুবকদের।

ভিডিয়ো

Kitchen accessories online