মালদায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মার্চ ১৩, ২০২১ দুপুর ০৪:০৩ IST
604c913fa92a9_WhatsApp Image 2021-03-13 at 3.29.33 PM

নিজস্ব প্রতিনিধি , মালদহ- বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক দুষ্কৃতী। শুক্রবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের সানি পার্ক এলাকা থেকে দুষ্কৃতীকে গ্রেফতার করেন । পুলিশি সূত্রে জানা গেছে দুষ্কৃতী দীপঙ্কর দাস(৩০) মালদা শহরের রামকৃষ্ণ মিশন হাট এলাকার বাসিন্দা ।ধৃতের কাছ থেকে উদ্ধার করা একটি পাইপগান এবং একটি কার্তুজ সমেত মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online