নিজস্ব প্রতিনিধি, কলকাতা - একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার কলকাতার রেড রোডে সাড়ম্বরে পালিত হল পুলিশ মেমোরিয়ালের স্মৃতি দিবস। এই অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরপাল শ্রী সৌমেন মিত্র।
বৃহস্পতিবার কলকাতার রেড রোডে আয়োজিত পুলিশের মেমোরিয়াল স্মৃতি দিবস অনুষ্ঠিত কর্মসূচি করেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অধিকর্তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নগরপাল শ্রী সৌমেন মিত্র সহ এসিপি, ডিজিপি, এসআই ও একাধিক প্রশাসনিক নেতৃত্বরা। এদিন সাড়ম্বরে আয়োজিত করা অনুষ্ঠান কর্মসূচিতে প্যারেড সহ গান স্যালুট দিয়ে পুলিশ মেমোরিয়ালের স্মৃতি দিবস পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠান কর্মসূচি সম্পন্ন করে নগরপাল শ্রী সৌমেন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুজোর মরসুমে কিছুটা রিলাক্সেশন ছিল পুলিশকর্মীদের কাজের মধ্যে। তবে পুজো মিটতেই আবার সকাল ও রাতে চেকিং শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে গড়িয়াহাট জোড়া খুনের প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের গোয়েন্দা বিভাগের নেতৃত্বরা ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে। বাকি পলাতক অভিযুক্তদের তল্লাশিতে তদন্ত জারি রেখেছেন। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পলাতক ধৃতদের খুঁজে বের করা হবে'।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ