“মানবিক না হলে রাজনীতি করা যায় না”, মন্তব্য মমতার

এপ্রিল ১৪, ২০২১ দুপুর ০৩:৪২ IST
6076bb8284279_WhatsApp Image 2021-04-14 at 14.46.40

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জনসভা করেন। 

এই জনসভায় তৃণমূল নেত্রী দেশে করোনার ব্যাপক হারে ছড়িয়ে পড়ার প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “এক বছর আগে করোনায় এত লোক মারা গেল। একটা বছর সময় পেল নরেন্দ্র মোদি-অমিত শাহ কিচ্ছু করল না। আমাকেও করতে দিল না। আমি সেই ফেব্রুয়ারিতে ওষুধ চাইলাম দিল না। উল্টে বাইরে থেকে লোক নিয়ে এসে আমার রাজ্যে করোনা বাড়াল। এবার তো এটা আমাকে ফেস করতে হবে।" 

শীতলকুচি কাণ্ডে বিজেপির সমালোচনা করে বলেন, “গুলি চালিয়ে মেরে দিয়ে বলছে আরও গুলি চালাও। গুলি চালানো একটা রাজনৈতিক দলের জন্য লজ্জা। যারা মানবিক নয় তাদের রাজনীতিতে কোনও জায়েগা নেই।"   

বাংলার মা-বোনেদের উদ্দেশ্যে বলেন, “বাংলাকে বাঁচানোর স্বার্থে, বাংলার সম্মান বাঁচানোর স্বার্থে, বাংলার মা-বোনেদের সম্মান বাঁচানোর স্বার্থে, বাংলার মা-বোনেরা ভোটটা দিন দরকার হলে একদিন পান্তা ভাত খেয়ে থাকুন। কিন্তু ভোট দিন। নাহলে বিজেপি বাংলাকে শেষ করে দেবে।" 

ভিডিয়ো