নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - বাংলায় বিধানসভা ভোটের ময়দানে প্রার্থীর 'অশ্লীল ছবি' ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন সৈয়দ রাফিকা সুলতানা। তাঁর অভিযোগ, অশ্লীল ছবিতে তাঁর মুখ বসিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে নেটমাধ্যমে।
এই প্রসঙ্গে শনিবার জলঙ্গিতে সাংবাদিক বৈঠক করে রাফিকা সুলতানা জানিয়েছেন, ‘‘আমার মুখ ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করা হয়। ‘খয়রামারি গ্রাম পঞ্চায়েতের সদস্য’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছড়ানো হয় সেই ছবি।’’
জলঙ্গির তৃণমূলের প্রার্থী আব্দুর রাজ্জাক ও ব্লক সভাপতি রাকিবুল ইসলামের মদতে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ রাফিকার। এই ঘটনার পর সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতারও করেছে।