নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - পোস্ট মাস্টারের গাফিলতির জন্য রূপশ্রী প্রকল্পের পদের পরীক্ষা দিতে পারলেন না যুবক। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাণীনগর থানার গোধনপাড়া এলাকায়। অভিযোগ ২৬ তারিখ পরীক্ষার পরের দিন অর্থাৎ ২৭ তারিখে অ্যাডমিট কার্ড নিয়ে যুবকের বাড়িতে হাজির হন পোস্টম্যান। ঘটনায় পোস্টমাস্টার শামসুর রহমানের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী যুবক সাকিল আহমেদ।
স্থানীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হওয়া রুপশ্রী প্রকল্পের আধিকারিকের একটি পদ খালি ছিল। তার জন্য পরীক্ষা নিচ্ছিল রাজ্য সরকার। সেই পরীক্ষার জন্য আবেদন করেছিল রাণীনগর থানার গোধনপাড়ার দরিদ্র কৃষক পরিবারের যুবক সাকিল আহমেদ।
গত ১৭ ই ডিসেম্বর তার বাড়িতে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড আসার কথা ছিল। কিন্তু সেই সময় তারা অ্যাডমিট কার্ড না আশায় চিন্তিত হয়ে পড়ে যুবক। এরপর প্রায় এক সপ্তাহ পরে তার পরীক্ষার তারিখ অর্থাৎ ২৬ তারিখ পেরোনোর একদিন পর ২৭তারিখে তার অ্যাডমিট কার্ডে দিয়ে যায় পোস্টম্যান।
পোস্ট অফিস থেকে প্রাপ্ত খবর অনুযায়ী নির্ধারিত দিনে এসে পড়েছিল অ্যাডমিট কার্ড টি কিন্তু শুধুমাত্র পোস্টমাস্টারের গাফিলতির জন্য সেই কার্ডটি এক সপ্তাহ পরে যুবকের বাড়িতে দিতে যায় পোস্টম্যান দিতে যায়। এরপর যুবক বিডিও আধিকারিককে পুরো বিষয়টি জানানোর পর স্থানীয় থানায় গিয়ে পোস্টমাস্টারের নামে লিখিত অভিযোগ দায়ের করে।
এপ্রসঙ্গে ভুক্তভোগী সাকিল আহমেদ জানান, 'রাজ্য সরকার রুপশ্রী প্রকল্পের জন্য একজন আধিকারিকের পদের পরীক্ষা নিচ্ছে শুনে আমি আবেদন করেছিলাম। কিন্তু শুধুমাত্র পোস্টমাস্টারের গাফিলতির জন্য আমার অ্যাডমিট কার্ডটা পৌঁছাতে দেরি হওয়ায় আমি পরীক্ষা দিতে পারিনি। এরপর আমি বিডিও সাহেবকে গিয়ে পুরো ঘটনাটা জানাই। উনি আমাকে বলেন এই বিষয়ে আর কিছু করা যাবে না। এরপর আমাদের স্থানীয় থানায় এ বিষয়ে পোস্টমাস্টারের নামে মামলা দায়ের করি। এটা শুধু আমি বলে নয় ওনারা সবার সঙ্গে এরকম করেন আমি চাই এই ঘটনার জন্য ওনাদের কঠিন শাস্তি হোক'।
তবে এ প্রসঙ্গে ব্রাঞ্চ পোস্টমাস্টার শামসুর রহমান জানান, ‘অনলাইনে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে অ্যাডমিট কার্ড টা ডেলিভার হয়ে গেছে কিন্তু অ্যাডমিট কার্ড টা আমার টেবিলের নিচে থাকায় সেটা লক্ষ্য করিনি আমি। আমি অনেকদিন চাকরি করছি এরকম কোনো গাফিলতি হয়নি আমার এই প্রথমবার এই গাফিলতি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি’।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড