নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া – জেলার গ্রাম থেকে উদ্ধার হল প্রাচীন বুদ্ধ মূর্তি। পুরুলিয়া জেলার তথ্য ও সাংস্কৃতিক বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তীর দাবি উদ্ধার এই মূর্তি ‘সারনাথ’ মূর্তি নামেও পরিচিত। মূর্তি উদ্ধারকে ঘিরে গবেষণা শুরু হয়ে গিয়েছে জৈন ক্ষেত্র পুরুলিয়ায়।এই মূর্তি উদ্ধার রীতিমতো বিরল ও বিস্ময়ের!
সূত্রের খবর , সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার পুঞ্চা ব্লকের ধাদকি মোড়ের কাছে একটি কালভার্টের পাশে চায়ের দোকানের সামান্য দূরে ফাঁকা মাঠ থেকে এই নির্বাণরত বুদ্ধদেবের মূর্তি উদ্ধার হয়। জেলা তথ্য সংস্কৃতি দফতরের দাবি এটি পঞ্চম শতাব্দীর সারনাথ মূর্তি। ভগবান বুদ্ধের নির্বাণ লাভের মূর্তি এটি। সোমবার রাত্রে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের পুঞ্চা থানার পুলিশ ও পুঞ্চা ব্লকের বিডিও উপস্থিতিতে পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের হাতে তুলে দেওয়া হয়। পরে এটি রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব সংগ্ৰহালয়ে জমা দেওয়া হবে। তবে এই এলাকা থেকে বুদ্ধদেবের মূর্তি উদ্ধার অতি বিরল বলে মনে করা হচ্ছে। আপাতত সেটির সঠিক বয়স নির্ধারণ করার জন্য কার্বন ডেটিং করা হবে।
জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, “দেড় থেকে দুকেজি ওজনের কষ্টিপাথরের যে বুদ্ধ মূর্তির মস্তকের অংশ পাওয়া গিয়েছে, তা পঞ্চম শতকের। এই মূর্তি বুদ্ধদেবের মহাপরিনির্বাণ লাভের। ভারতীয় জাদুঘরে এমন মূর্তি রয়েছে। এই মূর্তিকে ‘সারনাথ’ মূর্তি বলা হয়। এই ধরনের মূর্তি সর্বপ্রথম উত্তরপ্রদেশের সারনাথে পাওয়া যায়। প্রায় ৬০০ বছর আগের মূর্তি জৈন ভূমি পুরুলিয়ার বুকে পাওয়ায় বিস্ময় আরও বাড়ছে। এটি একটি গবেষণারও বিষয়।”
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার