প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতি – ০০১৬৪

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ০১:১১ IST
65167dec83c58_IMG-20230325-WA0004

আজকের বিষয় প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত

১ . A, B ও C এর মধ্যে 1020 টাকা এরূপে ভাগ করে দেওয়া হল যে B যা পায় A পায় তার 3 এবং C যা পায়
B পায় তার । A এর অংশ কত?

[A] 110 টাকা
[B] 60 টাকা
[C] 120 টাকা 
[D] 140 টাকা

২.A ও B যথাক্রমে 70000 টাকা ও 60000 টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করল। A, 3 মাস পর তার মূলধনের অংশ তুলে নিল। কিন্তু আরও 3 মাস পর যে টাকা তুলে নিয়েছিল তার 3/5 অংশ নিয়োগ করল। যদি বৎসারন্তে 7260 টাকা লাভ হয় তবে A কত টাকা পাবে?


[A] 2230 টাকা
[B] 3220 টাকা
[C] 3660 টাকা
[D] 3550 টাকা

৩.একটি যৌথ মজুতদারী কারবারে A, B ও C এর মূলধনের অনুপাত 1/2, 1/3,1/4, 4 মাস পর A তার মূলধনের অর্ধেকটা তুলে নিল। এবং আরোও ৪ মাস পরে 6072 টাকা লাভ হল, কে কত টাকা পাবে?

[A] A=2028, B=2028, C = 1665
[B] A=2108, B=1208, C = 2656
[C] A=2208, B=2208, C=1656 
[D] A=2408, B=2308, C=1556


৪.A ও B একটি ব্যবসা আরম্ভ করল A, B এর দ্বিগুণ অর্থ দেয়।তিনমাস পর A তার মূলধনের অংশ তুলে নেয়। কিন্তু 7 মাস পর সে যে মূলধন তুলে নিয়েছিল তার অংশ আবার দেয়। তখন B এর মূলধনের অংশ তুলে নেয়। বছর শেষে A যদি 300 টাকা লাভ পায় B কত পাবে ?

[A] 1867.50 টাকা
[B] 1387.25 টাকা
[C] 1687.50 টাকা
[D] 1587.50 টাকা

৫.রাম, শ্যাম ও কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করল। তাদের মূলধনের অনুপাত 3 : 4 : 7। যদি তাদের বার্ষিক লাভ 21000 টাকা হয় তবে কমলের লাভের অংশ হল-

[A] 12500 টাকা
[B] 10500 টাকা
[C] 15000 টাকা
[D] 10000 টাকা
৬.কোন ব্যবসায় A 600 টাকা ও B 4 মাসের জন্য 900 টাকা খাটাল। যদি লভ্যাংশের অংশ A এর প্রাপ্য হয় 5/12 তবে A এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল?
[A] 5 মাস
[B] 6 মাস
[C] 8 মাস
[D] 9 মাস
৭.195 টাকা রাম, রহিম ও রোহন এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যে রামের 1/2 অংশ রহিমের 3/2 অংশ এবং রোহন এর 3/5 অংশ সমান। কে কত টাকা পাবে?

[A] 72, 22, 20
[B] 80, 40, 65
[C] 70, 25, 50
[D] 90, 30, 75

৮.তিনবন্ধু যথাক্রমে 3000 টাকা, 3500 টাকা ও 2500 টাকা মূলধন দিয়ে অংশীদারী কারবার করেন। তাঁদের মধ্যে এই চুক্তি হয় যে, মোট লাভের অংশ প্রথমে সমানভাগে ভাগ করে দেওয়া হবে। বাকি অংশ তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে 810 টাকা লাভ হলে, দ্বিতীয় বন্ধু কতটা পাবে?
[A] 480 টাকা
[B] 370 টাকা 
[C] 290 টাকা
[D]440 টাকা

৯.A, B ও C যথাক্রমে 3 : 4 : 6 অনুপাতে টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পর তাদের লাভের পরিমাণ সমান হলে, তাদের সময়ের অনুপাত কত ?

[A] 4:3:2
[B]3:4:8
[C]5:8:9
[D]1:2:6

১০.2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর B তার পরে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে B কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় ?
[A] 3150
[B]6500
[C]7800
[D] 8900

প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতির এই সপ্তাহের সব রকম প্রশ্নের উত্তর পাবেন আগামী রবিবার (০১.১০.২০২৩)

 

ভিডিয়ো

Kitchen accessories online