নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - সম্প্রতি ২৬/১১-র ধাঁচে মুম্বইয়ের অভিজাত ললিত হোটেল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি এসেছিল মুম্বই পুলিশের কাছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানিয়েছিল বিলাসবহুল ওই পাঁচতারা হোটেলে বোমা রাখা রয়েছে। বোমা নিস্ক্রিয় করার জন্য পাঁচ কোটি টাকাও দাবি করেছিলেন তিনি। সেই ঘটনার পুনরবৃত্তি ঘটিয়ে মঙ্গলবার আবারও হুমকি এল মুম্বই ট্রাফিক কন্ট্রোলের হোয়াটস অ্যাপে। এবার প্রাণনাশের হুমকি দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সূত্রের খবর, মঙ্গলবার মুম্বই ট্রাফিক কন্ট্রোলের হোয়াটস অ্যাপে অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে মোট সাতটি ভয়েস মেসেজ আসে। যেখানে বলা করা হয়, "দুজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করবে। এই মর্মে সমস্ত পরিকল্পনা করা হয়ে গেছে ইতিমধ্যেই।" অডিয়ো মেসেজের পাশাপাশি কিছু ডকুমেন্টও পাঠানো হয়েছে ট্রাফিক কন্ট্রোলের হোয়াটস অ্যাপে।
খবর প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে যায় প্রশাসন। গোটা বিষয়টি মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে জানানো হয় মুম্বই ট্রাফিক পুলিশের তরফ থেকে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তও শুরু করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হচ্ছে, কোথা থেকে এল এই রহস্যজনক মেসেজ।ইতিমধ্যেই ওই হোয়াটস অ্যাপ নম্বরটিকে ট্র্যাক করতে শুরু করেছে মুম্বই পুলিশ।
এর আগেও দীপাবলির সময় নাশকতার হুমকি দিয়ে একটি উড়ো ফোন এসেছিল। সেখানে বলা হয়েছিল ফের কেঁপে উঠবে বাণিজ্যনগরী। কোথায় কোথায় বোমা রাখা রয়েছে তাও জানিয়েছিল ওই অজ্ঞাতপরিচয় কলার। তার বক্তব্য অনুযায়ী মুম্বইয়ের আন্ধেরীর ইনফিনিটি মল , পিভিআর জুহু মল এবং সাহারা হোটেল এয়ারপোর্টে বোমা বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। খবরটি সামনে আসতেই তৎক্ষণাৎ গোটা মুম্বই জুড়ে হাই অ্যালার্ট জারি করেছিল প্রশাসন। বিশেষভাবে তল্লাশি চালানো হয়েছিল এই তিন জায়গায়।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ