নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর - আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি কেন্দ্রে শুরু হতে চলেছে হাইভোল্টেজ পুর নির্বাচন। এছাড়াও ২৭শে ফেব্রুয়ারি রয়েছে বাকি রাজ্যগুলোর পুর যুদ্ধ। এমতাবস্থায় শুক্রবার কালিয়াগঞ্জে প্রার্থী টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়েই মনোনয়ন জমা দিয়ে পুর যুদ্ধ লড়ার ঘোষণা করল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪ তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা।
নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার প্রসঙ্গে কালিয়াগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বিশ্বাস বলেন,'আশা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ওয়ার্ডে নির্বাচনে লড়ার জন্য আমাকে টিকিট দেবে দল কিন্তু তারা দেয়নি। তাই এলাকাবাসীর কথামতো নির্দল হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত তৃণমূল কংগ্রেসেই আছি তবে দল যদি টিকিট দেয় তাহলে ভেবে দেখবো'।
অন্যদিকে শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন,'যারা নির্দল প্রার্থী হয়েছে তারা কেউ ঠিকমতো তৃণমূল কংগ্রেস দলটা করে না। যদি তৃণমূল পার্টি করত তাহলে দলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারত না। আর যারা দল বিরোধী কাজ করে তাদের দল বহিষ্কার করে। সেক্ষেত্রে এরা কোন তৃণমূল কর্মী নয়'।
উল্লেখ্য, ইতিমধ্যেই ১০৮টি পুরসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে একাধিক নতুন মুখ সুযোগ পাওয়ার পাশাপাশি বাদ গিয়েছে বহু দলীয় কর্মী। এমতাবস্তায় কালিয়াগঞ্জে টিকিট না পেয়ে ৪,৮,১১ ও ১৬ এই চারটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ৪ দলীয় সদস্যরা।
ভরা বাজারে পুলিশের মদত ছাড়া কখনো দুষ্কৃতীরা হামলা করার সাহস পাবে না , দাবি বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রর
ECIL ৭০ জন ছেলেমেয়েকে টেকনিক্যাল অফিসার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে
বিশ্বের সবচেয়ে বড়ো ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে অঝোরে পড়ছে বৃষ্টির জল
বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে কি ভাবে কাজ , প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ
রবিবার যন্তর মন্তরে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরেন প্রতিবাদী কুস্তীগিররা
আওয়ামী লীগ সরকার তাদের অধীনেই নির্বাচনের নতুন ছক কষছে, দাবি বিএনপির
‘আইপিএল ২০২৩-এর ফাইনালে গড়াপেটা হয়েছে, দাবি নেটিজেনদের
একমাঘে শীত যায় না দিদিমণি , তৃণমূলকে খতম করে ছাড়বো , পাল্টা হুঙ্কার অধীরের
আহতরা ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন
এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস পেল উত্তর-পূর্ব ভারত
আগামী ১৪ই জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের
ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব , আরাবুলকে পাল্টা হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকীর
ছাত্রলীগ নেতা জসিম হত্যাকান্ডে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল
ভারত – ১৭
থাইল্যান্ড – ০