কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণ না করলে পরিস্থিতি ভয়ানক হবে, মোদির উদ্যেশে হুঁশিয়ারি কেএলও জঙ্গির

মে ১০, ২০২২ বিকাল ০৬:২২ IST
627a5611b978e_IMG_20220510_170005

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - গতকাল এসটিএফের হাতে গ্রেফতার হয়েছিল কেএলও প্রধান জীবন সিংহের ঘনিষ্ট ধানকুমার রায় নামে এক জঙ্গি। সেই ঘটনার একদিন পেরোতে না পেরোতেই ফের প্রকাশ্যে আসলো কেএলও নাশকতামূলক এক জঙ্গির হুমকি ভরা ভিডিও। সেভ ভিডিও অনুযায়ী কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছে জঙ্গিরা।

মঙ্গলবার একজন কেএলও জঙ্গির ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও অনুযায়ী অসমের বঙ্গাইগাঁওয়ের প্রকাশ ধর্মের নামে এক যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জানিয়েছেন,'কোচ ও কামতাপুর বাসির জাতি ও স্বার্থ রক্ষার্থে কেএলওতে যোগদান করেছি। নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জানাতে চাই যাতে আগামী দিনে কোচবিহারকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করে। আর তা না হলে পরিস্থিতি ভয়ানক হতে পারে। তবে ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার'।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে শিলিগুড়ির খালপাড়া এলাকায় থেকে এসটিএফ অবিনাশ রায় নামে অসমের কোকড়াঝাড়ের এক বাসিন্দাকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার করে। অভিযোগ জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ। সেই কারণেই শিলিগুড়িতে এসেছিল সে। ধৃত যুবকের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের বিষয়টি স্বীকার করে নেয় বলেই দাবি তদন্তকারীদের।

এরপর এস টি এফ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই দলের আরেক সন্দেহভাজন জঙ্গি মৃনাল বর্মনের খোজ পেয়ে তাকে শিলিগুড়ির অদুরে ফাসিদেওয়া থেকে গ্রেফতার করে। আর এরপরেই এই দুই সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে কোচবিহারের বক্সিরহাটের ধানকুমার রায়ের নাম জানতে পারে এস টি এফ । 

গতকাল এস টিএফ এর একটি দল কোচবিহারের বক্সিরহাটে হানা দিয়ে এই সন্দেহভাজন কে এল ও জঙ্গি ধানকুমার রায়কে গ্রেফতার করে। জানা গিয়েছে এরা মুলত ব্যবসায়ীদের থেকে সংগঠনের নাম করে মোটা টাকা তুলত আর সেই টাকা দিয়ে বিহার থেকে অস্ত্র কিনে তা দলের আত্মগোপন করে থাকা সদস্যদের কাছে পৌছে দিত।

ভিডিয়ো

Kitchen accessories online