অমৃতবাজার এক্সক্লুসিভ, সোহিনী পোড়েল – মাত্র ৩ ঘণ্টায় ওয়ানডে ম্যাচ শেষ! তাও আবার এশিয়া কাপের ফাইনালে! ভাবতে অবাক লাগলেও এটাই সত্য। বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয় ৩টের পরিবর্তে ৩.৪০ মিনিটে। আর ম্যাচ শেষ হল ঘড়ির কাঁটায় ৬টার আশেপাশে। ফাইনাল মানেই রুদ্ধশ্বাস, হাড্ডাহাড্ডি লড়াই, নাটকীয়তা, স্নায়ুর চাপ। কিন্তু এশিয়া কাপের ফাইনালে সেসব হল কোথায়? রবিবাসরীয় বিকেলে কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে একপেশে ভাবে ম্যাচ জিতে নিল ভারত।
গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল রোহিত বাহিনী। অষ্টমবার এশিয়া সেরা হল ভারত। পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছে ৬ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে টানা ১৩ টি জয়ের রেকর্ড গড়েছিল লঙ্কানরা। কিন্তু এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিজয়রথ থামিয়ে ছিল ভারত। এবার ফাইনালেও হারাল রোহিত বাহিনী। পুরো টুর্নামেন্টে যে ধ্বংসলীলা চালিয়েছিল লঙ্কান ব্যাটার থেকে বোলাররা, তার এক ভাগও ফাইনালে দেখা গেল না। মাত্র কয়েক দিনের ব্যবধানে সম্পূর্ণ চিত্রটা বদলে গেল।
২০০০ সালের ত্রিদেশীয় ট্রফির ফাইনালে শারজায় মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে ৩০০ রানের লক্ষ্যমাত্রা দেয় সনৎ জয়সূর্যর শ্রীলঙ্কা। সেখানে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন সৌরভ-সচিনরা। এর ঠিক ২৩ বছর পর অর্থাৎ, ২০২৩ সালে সেবারের হারের মধুর প্রতিশোধ নিল রোহিত শর্মার ভারত। বলাই বাহুল্য, ২৩ বছর আগের হারের বদলা সুদ সমেত শ্রীলঙ্কাকে ফিরিয়ে দিল রোহিত বাহিনী।
প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পরে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ভারতীয় বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করল দাসুন শানাকার দল। প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম দেখল সিরাজ ম্যাজিক। তিনি একাই নিলেন ৬ টি উইকেট। এর মধ্যে আবার ১ ওভারে মাত্র চার রান দিয়ে ৪ টি উইকেটে নিজের দখলে করেছেন সিরাজ। তিনি যেন বাইশ গজে লঙ্কানদের নিয়ে ছিনিমিনি খেললেন। ৭ ওভারে ২১ রান দিয়ে ৬ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। কার্যত তিনি লঙ্কায় লঙ্কাকান্ড ঘটালেন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথম ওভারেই গতবারের চ্যাম্পিয়নদের ধাক্কা দেন জাসপ্রীত বুমরা। ওপেনার পাথুম নিশঙ্কার অবদান মাত্র ২(৪) রান। আরেক ওপেনার কুশল পেরেরা রানের খাতা খুলতেই ব্যর্থ। তিন নম্বরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ৩৪ বলে ১৭ রান তোলেন। দুশান হেমন্ত ১৫ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচ দেখে মনে হচ্ছিল বাকি ব্যাটাররা যেন বাইশ গজে খেলতে আসেননি। কে কত তাড়াতাড়ি সাজঘরে ফিরবেন সেই প্রতিযোগিতায় নেমেছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
সিরাজ ছাড়া জাসপ্রীত বুমরা ১ টি ও হার্দিক পান্ডিয়া ৩ টি করে উইকেট নেন। ১৫.২ ওভারেই গুটিয়ে গেল লঙ্কানদের ইনিংস। কোনওরকমে মাত্র ৫০ রান তুলল শ্রীলঙ্কা। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ছিল ৪৩। এই লজ্জার নজির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গড়েছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই জয় ছিনিয়ে নিল ভারত। দুই ওপেনার ঈশান কিষাণ ১৮ বলে ২৩ রান ও শুভমন গিল ১৯ বলে ২৭ রান তুলে অপরাজিত ছিলেন। ৬.১ ওভারে ৫১ রান তুলে এশিয়া সেরা হয়ে গেল ভারত। ২০১৮ সালের পর কোনও মাল্টি টিম ইভেন্টের ট্রফি জিতল ভারত।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর