আজকের বিষয় ANM / GNM সংবিধান ও অর্থনীতি –
প্রশ্ন –
১) ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে ?
[A] ৩৬৫ নং ধারা
[B] ৩৬৮ নং ধারা
[C] ৩৭০ নং ধারা
[D] ৩৭২ নং ধারা
২) রাজ্যপালের কার্যকাল কতদিন?
[A] ৩ বছর
[B] ৪ বছর
[C] ৫ বছর
[D] ৬ বছর
৩) ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
৪) নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?
[A] রাষ্ট্রপতি দ্বারা
[B] প্রধানমন্ত্রীর দ্বারা
[C] উপরাষ্ট্রপতি দ্বারা
[D] লোকসভার স্পীকারের দ্বারা
৫) সুপ্রিমকোর্টে কত ধরণের ফৌজদারী আপিল করা যায়?
[A] ২ ধরণের
[B] ৩ ধরণের
[C] ৪ ধরণের
[D] ৫ ধরণের
৬) নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিমকোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল?
[A] ২০০০ সালে
[B] ২০০২ সালে
[C] ২০০৬ সালে
[D] ২০১৮ সালে
৭) সংসদের স্থায়ী কক্ষ কোনটি?
[A] লোকসভা
[B] রাজ্যসভা
[C] লোকসভা ও রাজ্যসভা দুটিই
[D] কোনটিই নয়
8) সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়?
[A] সংবিধান বৈশিষ্ট্যাবলী
[B] সংবিধান পরিবর্তনের নিয়মাবলী
[C] সংবিধানের মুখবন্ধ
[D] কোনটিই সঠিক নয়
৯) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ?
[A] ১ টি
[B] ২ টি
[C] ৩ টি
[D] ৪ টি
১০) সংবিধানের কত নং ধারায় সুপ্রিমকোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়?
[A] ১১ (১) ধারা
[B] ১২ (১) ধারা
[C] ১৩ (১) ধারা
[D] ১৪ (১) ধারা
এই সপ্তাহের সকল ANM / GNM পরীক্ষার প্রস্তুতির প্রশ্নের উত্তর পাবেন ১২.০২.২০২৩ তারিখ রবিবার ।
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী