আজকের বিষয়, ANM & GNM জীবনবিজ্ঞান-
প্রশ্ন -
1. কোনটি প্রোটোজোয়া নয়?
[A] হাইড্রা
[B] ইউগ্লিনা
[C] অ্যামিবা
[D] প্যারামেসিয়াম
2.পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত?
[A] অ্যানিলিডা
[B] আর্থোপোডা
[C] সিলেনটেরাটা
[D] ক্লাস্টেসিয়া
3. পতঙ্গদের আছে -
[A] দু,জোড়া পা
[B] তিনজোড়া পা
[C] চারজোড়া পা
[D] একজোড়া পা
4.সামুদ্রিক অশ্ব (Sea horse) একটি -
[A] অসটিকথিস বা টেলিওস্টোমি
[B] মোলাস্কা বা কম্বোজ
[C] কনড্রিকথিস বা ইলাসমোরাকি
[D] ম্যামেলিয়া বা স্তন্যপায়ী
5. হার্বেরিয়াম হল -
[A] মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা
[B] জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা
[C] মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা
[D] জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা
6. এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ?
[A] সিলভার ফিস
[B] ভগ ফিস
[C] ব্রে ফিস
[D] স্টার ফিস।
7. 'Herbarium of Forest Research Institute' কোথায় অবস্থিত ?
[A] কলকাতা
[B] দেরাদুন
[C] লক্ষ্ণৌ
[D] মুম্বাই
8.কোন প্রাণীকে 'ডেভিল মাছ' বলে?
[A] তিমি
[B] হাঙর
[C] অক্টোপাস
[D] ডলফিন
9.ন্যাথোস্টোমাটা উপশ্রেণিটি কোন শ্রেণির অন্তর্গত?
[A] গ্রাম পজিটিভ
[B] গ্রাম নেগেটিভ
[C] সিলেনটারেটা
[D] কর্ডাটা
10. গরুর দুধে কী থাকার জন্য দুধের রঙ ঈষৎ হলদে হয়?
[A] ক্যারোটিন
[B] ল্যাকটোজ
[C] রাইবোফ্লভিন
[D] রাইবিউলোজ
সকল প্রশ্নের উত্তর পাবেন আগামী ০৫.০২.২০২৩ রবিবার
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর