আজকের বিষয় WBCS ভারতীয় সংবিধান ও অর্থনীতি -
Question -
১. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয়?
[A] 40 তম
[B] 41 তম
[C] 42 তম
[D] 43 তম
২. ভারতের সংসদ গঠিত হয়েছে -
[A] রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[B] রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[C] প্রধানমন্ত্রী, স্পিকার ও লোকসভা নিয়ে
[D] কোনোটিই নয়
৩. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয় -
[A] 1993 সালে
[B] 1994 সালে
[C] 1995 সালে
[D] 1956 সালে
৪. পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে -
[A] জৈন কমিশন
[B] মেহেতা কমিটি
[C] মন্ডল কমিশন
[D] কোনওটিই নয়
৫. কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় ?
[A] 15 আগস্ট 1935
[B] 1 এপ্রিল 1935
[C] 15 আগস্ট 1947
[D] 1 এপ্রিল 1947
৬. কোন্ বছর ভারতের লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয়?
[A] 1960
[B] 1962
[C] 1963
[D] 1973
৭. পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে -
[A] রাষ্ট্রপতি
[B] রাজ্যপাল
[C] রাজ্য সরকার
[D] কেন্দ্রীয় সরকার
৮. অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়?
[A] শুধুমাত্র রাজ্যসভায়
[B] শুধুমাত্র লোকসভায়
[C] লোকসভায় ও রাজ্যসভায়
[D] কোনওটিই নয়
৯. Prohibition কথাটির অর্থ হল -
[A] কোন অধিকারে
[B] নিজ দায়িত্ব পালন করুন
[C] দায়িত্ব পালনে বিরত থাকুন
[D] আমরা আদেশ করি
১০. জাতীয় আয় কোন্ সংস্থা পরিমাপ করে?
[A] NDC
[B] NSSO
[C] CSO
[D] ফিনান্স কমিশন
WBCS এর এই সপ্তাহের সব রকম প্রশ্নের উত্তর পাবেন আগামী রবিবার (০৫.০২.২০২৩)
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।