ঘরে বসেই WBCS প্রস্তুতি - ০০০২

জানুয়ারী ৩১, ২০২৩ দুপুর ০২:৪০ IST
63d8d9d3e855a_WBCS F

আজকের বিষয় WBCS ভারতীয় সংবিধান ও অর্থনীতি -  

Question -

১. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয়?
[A] 40 তম
[B] 41 তম
[C] 42 তম
[D] 43 তম

২. ভারতের সংসদ গঠিত হয়েছে -
[A] রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[B] রাজ্যসভা ও লোকসভা কে নিয়ে
[C] প্রধানমন্ত্রী, স্পিকার ও লোকসভা নিয়ে
[D] কোনোটিই নয়

৩. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয় - 
[A] 1993 সালে
[B] 1994 সালে
[C] 1995 সালে
[D] 1956 সালে

৪. পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে -
[A] জৈন কমিশন
[B] মেহেতা কমিটি
[C] মন্ডল কমিশন
[D] কোনওটিই নয়

৫. কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় ?
[A] 15 আগস্ট 1935
[B] 1 এপ্রিল 1935
[C] 15 আগস্ট 1947
[D] 1 এপ্রিল 1947

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

৬. কোন্ বছর ভারতের লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয়?
[A] 1960
[B] 1962
[C] 1963
[D] 1973

৭. পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে -
[A] রাষ্ট্রপতি
[B] রাজ্যপাল
[C] রাজ্য সরকার
[D] কেন্দ্রীয় সরকার

৮. অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়?
[A] শুধুমাত্র রাজ্যসভায়
[B] শুধুমাত্র লোকসভায়
[C] লোকসভায় ও রাজ্যসভায়
[D] কোনওটিই নয়

৯. Prohibition কথাটির অর্থ হল -
[A] কোন অধিকারে
[B] নিজ দায়িত্ব পালন করুন
[C] দায়িত্ব পালনে বিরত থাকুন
[D] আমরা আদেশ করি

১০. জাতীয় আয় কোন্ সংস্থা পরিমাপ করে?
[A] NDC
[B] NSSO
[C] CSO
[D] ফিনান্স কমিশন

 

WBCS  এর এই সপ্তাহের সব রকম প্রশ্নের উত্তর পাবেন আগামী রবিবার (০৫.০২.২০২৩)

ভিডিয়ো

Kitchen accessories online