আজকের বিষয় WBCS ইতিহাস -
প্রশ্ন -
সঠিক উত্তর নির্বাচন
1. সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল?
(A) প্রস্তর
(B) ইট
(C) কাঠ
(D) বাঁশ
2. সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল?
(A) মেসোপটেমিয়া
(B) শ্রীলঙ্কা
(C) ইজিপ্ট
(D) গ্রিস
3. হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল?
(A) প্রস্তর
(B) লোহা ও তামা
(C) তামা ও ব্রোঞ্জ
(D) প্রস্তর ও কাঠ
4. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
(A) ঋগ্ বেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D) অথর্ববেদ
5. কোন্ বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে?
(A) সামবেদ
(B) যজুর্বেদ
(C) অথর্ববেদ
(D) ঋগ্ বেদ
6. বেদের অপর নাম কি?
(A) উপনিষদ
(B) শ্রুতি
(C) পুরাণ
(D) জাতক
7. কোন্ বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হত?
(A) ঋগ্ বেদ
(B) সামবেদ
(C) যজুর্বেদ
(D) অথর্ববেদ
8. ঋগ্ বেদে কতগুলি স্তোত্র আছে?
(A) 224
(B) 864
(C) 1028
(D) 1800
9. পৃথিবীর কোন্ অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
(A) ইউরোপ
(B) দক্ষিণ পূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D) পারস্য অঞ্চল
10. নীচের কোন্ অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে?
(A) গুজরাট
(B) কাশ্মীর
(C) সিন্ধু
(D) পাঞ্জাব
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত