নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - সোমবার সপ্তম দফার নির্বাচন দক্ষিণ দিনাজপুর জেলার ৬ টি বিধানসভা কেন্দ্রে। রবিবার সকাল থেকেই গঙ্গারামপুর মহকুমার ডিসিআরসি কেন্দ্রে ভোট কর্মীরা আসছেন এবং ভোটের যাবতীয় সরঞ্জাম নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্র।
অন্যান্য বার নির্বাচনে কিছুটা গন্ডগোলের আশঙ্কা থাকলেও এবারের নির্বাচনে করোনাকেই সব থেকে বড় আশঙ্কা হিসাবে মনে করছেন অনেক ভোট কর্মী। এবারের নির্বাচনে ভোট গ্রহণে অংশগ্রহণ করেছেন জেলার মহিলা ভোট কর্মীরা।
মহিলা ভোট কর্মীরা জানিয়েছেন, করোনার আশঙ্কা থাকলেও ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় থাকায় অনেকটাই আশ্বস্ত তারা। সকাল থেকেই প্রশাসনের তরফে ভোটকেন্দ্রে যাওয়া ভোট কর্মীদের স্যানিটাইজার, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে।