নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - পরিবেশ বাঁচাতে ও মাতৃভাষা গুরুত্ব বোঝাতে রাজ্যজুড়ে সাইকেল ভ্রমণ করছেন সাইকেলিস্ট তুষার তালধি। রাজ্যজুড়ে ভ্রমণে বেরিয়ে শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসে পৌঁছায় সাইকেলিস্ট যুবক। সেখানেই বিভিন্ন সংস্থা যুবককে অভ্যর্থনা জানায়। যুবকের পরবর্তী গন্তব্য।
সারাবিশ্বে দূষণের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এমনকি মাতৃভাষার গুরুত্ব হতে চলেছে সাধারণমানুষ। তাই জন্যেই মাতৃভাষা ও প্রকৃতি বাঁচানোর বার্তা নিয়ে সদ্রুল গোপীবল্লভপুর থেকে সাইকেলে করে ভ্রমণ শুরু করে তুষার তালধি নামের যুবক।
গতকাল দীর্ঘ পথ অতিক্রম করে বালুরঘাটে গিয়ে পৌঁছায়। এরপর ওই সাইকেলিস্টকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানায় বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী সংকল্প, বালুরঘাটের সাইকেল কমিউনিটি ও দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রটেকশন সমিতির কর্মীরা। বালুরঘাটের থেকে ফের যাত্রা শুরু করে এগিয়ে যায় উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে।
এপ্রসঙ্গে সাইকেলিস্ট তুষার তালধি জানিয়েছেন, 'আমি এখানে অনেক জেলা ঘুরে এখানে এসেছি। তবে মালদহ থেকে বালুরঘাট জায়গাটা আমার জন্য বিশেষ। কারণ এই যাত্রাপথে মানুষের অনেক সহযোগিতা পেয়েছি। এমনকি বালুরঘাট জায়গাটা একটু অন্যরকম। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এখানকার মানুষও আমার এই বার্তা দেখে খুবই খুশি হয়েছে। আমার মুল বার্তা হলো সব মানুষকে একসঙ্গে হয়েই পরিবেশ রক্ষা করতে হবে। এছাড়াও আমি চাইছি যেখানে বিভিন্ন ধরনের ভাষার মানুষ আছে সেই জায়গাগুলোতে যাওয়ার'।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
আইসিসির ক্রমতালিকায় ফের বিরাটকে ছাপিয়ে গেলেন পাক অধিনায়ক
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
বাদশার তাক লাগানো এন্ট্রিতে মুগ্ধ গোটা পুলিশ মহল
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ম্যাচের শেষে ফলাফল ২১-১২, ২১-১৭
ম্যাচের শেষে ফলাফল ২১-১৩, ২১-১৭