'পৃথিবী এক এবং অদ্বিতীয়', সচেতনতার বার্তা দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'পরিবেশ দিবস'

জুন ০৫, ২০২২ দুপুর ০২:৫৯ IST

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ ৫ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস ইকো দিবস হিসেবেও পরিচিত। পরিবেশই আমাদের সবুজ আবেশ। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশকে রক্ষা করা।

বিজ্ঞাপন

গত দু'বছরের যে কালো অন্ধকার আমাদের জীবনে নেমে এসেছিল, সেই পুরোনো দিন থেকে বেরিয়ে এসে নতুন করে গাছ লাগিয়ে পরিবেশকে আমরা সুন্দর করে তুলতে পারি। বিশ্বকে আমরা সবুজ করে তুলতে পারি। প্রতি বছরই ৫ই জুন বিভিন্ন ভাবে পরিবেশের রক্ষার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর বিভিন্ন থিমের মধ্যে দিয়ে পালিত হয়। ঠিক তেমনই এই বছরের থিম হল একমাত্র পৃথিবী। পৃথিবী এক এবং অদ্বিতীয়।আমাদের ধরিত্রীকে আরও সুন্দর করে তুলতে হবে এবং রক্ষা করতে হবে।আমাদের আশেপাশের শহর সহ পুরো বিশ্বকেই সবুজে সাজিয়ে তুলতে হবে।আমরা এমন একটি প্রজন্ম , যারা এই সব কিছুর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখতে পারি।

সুইডেন সরকার ১৯৬৮ সালের ২০মে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে পরিবেশ দূষণের উদ্বেগ নিয়ে লেখা ছিল। এরপর থেকেই পরিবেশ রক্ষার বিষয় নিয়ে শুরু হয় সম্মেলন। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল।

১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি এই সম্মেলনটি হয়েছিল। এই সম্মেলন ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব পরিবেশ দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে।

এই দিনটিকে মাথায় রেখে আমাদের পরিবেশের জন্য কিছু কাজ করা খুবই প্রয়োজনীয়। যেমন আমাদের প্রচুর গাছ লাগাতে হবে, কালো ধোঁয়া ব্যবহারকারী জিনিস অথবা গাড়ি ব্যবহার বন্ধ করতে হবে, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা, জল অপচয় বন্ধ করা, প্রাকৃতিক সম্পদ নষ্ট না করা, প্লাস্টিকের ব্যবহার কম করা, জ্বালানি ব্যবহার না করে বিকল্প শক্তি ব্যবহারের মধ্যে দিয়েই আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। এমনকি সুন্দর করে তুলতে পারি বিশ্বকে।

ভিডিয়ো

Kitchen accessories online