নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। 'এই মেলাই বিশ্বকে একজায়গায় করেছে', মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানালেন প্রত্যেককে। পরিবহণ মন্ত্রীকে নির্দেশ দিলেন বইমেলা উপলক্ষ্যে বাস পরিষেবা বাড়ানোর।
সোমবার দুপুরে বইমেলা উদ্বোধন উপলক্ষ্যে সেন্ট্রাল পার্কে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন রায়, অরূপ বিশ্বাস, শান্তনু সেন-সহ বিশিষ্টজনেরা। সেখানেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। ৪৬ তম বইমেলায় সকলকে আহ্বান জানান। পাবলিশারদের পাশে থাকার কথা বলেন।
এদিন তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'কম্পিউটারে অনেক কিছু শেখা যায়, কিন্তু বইমেলায় আসুন। ঘুরে দেখুন।' এরপরই বইপ্রেমীদের সুবিধার্থে পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে নির্দেশ দেন বাস পরিষেবা বাড়ানোর। এত বড় মেলা, যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকে নজর রাখার নির্দেশ দেন দমকলমন্ত্রীকে।
বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, 'এই প্রথম নির্ধারিত জায়গায় বসলো বইমেলা।আমার দীর্ঘদিনের পরিচিত, যখন সরকারে ছিলাম না তখন থেকে পরিচয় সুধাংশদা এবং দিলীপ দার সঙ্গে। তারা বইমেলার জন্য একটু জায়গা চেয়ে বেড়াতেন। একটু জায়গা দাও, একটু জায়গা দাও। এ বার সেই স্থায়ী জায়গা পেল বইমেলা।কয়েকটা স্টল দেখে একটা জিনিসই মনে হল প্রথমে। এখানে করার ফলে আকর্ষণ যেমন বেড়েছে, জায়গাও বেড়েছে। অনেকটা জায়গা। এটা কিন্তু বড় কৃতিত্ব। যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, সেখানে জায়গা না থাকলে গুঁতোগুঁতি হয়ে যায়।'
এরপর তিনি জানিয়েছেন,'সকলে সমালোচনা করার জন্য বসে আসে। কেউ ভাল কাজ করলে বলবে না। তবে সমালোচনা করতে তৈরি।সমালোচনা করলে খুশি হই। রোজ নতুন কিছু শিখি।' আরও একবার প্রত্যেককে বইমেলায় যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী। এরপরই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা