নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি কান্ডে নাম জড়ানো অয়ন শীল টাকা ঢেলেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের এখনও না মুক্তি পাওয়া ছবি কবাডি কবাডি-তে। যাতে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।এদিকে নিয়োগ দুর্নীতি কান্ডে নতুন করে জড়িয়েছে দুটো নাম, অয়ন শীল আর শ্বেতা চক্রবর্তীর। এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন সেই ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক সাফ জানালেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রস্তাব পেয়েই ছবির কাজে গিয়েছিলেন। প্রযোজকের সঙ্গে কোনও আলাপই ছিল না। সেটে দু-একবার দেখেছেন। কিন্তু সেভাবে কোনও কথাও হয়নি। অভিনেতার কথায়, ‘ব্যবহার ঠিক ছিল। কী আর করবে। প্রথম না দ্বিতীয় ছবি তাও জানি না। কে কী ব্যবসা করে তা নিয়ে মাথা ঘামাই নাকি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা সিনেমা, তা করতে গিয়েছি। প্রযোজক প্রোমোটারি করে, না অন্য কিছু বিক্রি করে তা জানি না। আর ব্যবহার দিয়ে এসব কিছুই বোঝা যায় না।’
সেই সঙ্গে জানালেন, কবাডি কবাডি সিনেমার শ্যুট সম্পূর্ণ হলেও ডাবিং এখনও বাকি। আর ডাবিং বাকি থাকায় অভিনেতা হিসেবে ছবির জন্য পুরো পারিশ্রমিকও তিনি পাননি। তাঁর মতো অনেকেরই পারিশ্রমিক বাকি। ভেবেছিলেন, যেভাবে কিছু প্রোজেক্ট মাঝপথে আটকে থাকে এটাও হয়তো সেরকমই হয়েছে।
টলিউডের সঙ্গে পরপর যেভাবে দুর্নীতি প্রসঙ্গ জড়াচ্ছে তাতে কি বাংলা ইন্ডাস্ট্রি কলুষিত হচ্ছে না জানতে চাওয়া হলে ঋত্বিক জবাব দেন, ‘ওভাবে দু-চারটে ছুটকো ঘটনায় টলিউড কলুষিত হয় না। বলতে খুব ভালো লাগে। কোন টাকা ঘুরছে সেটা খুব ইমপরটেন্ট। একটা ইন্ডাস্ট্রিকে কলুষিত করতে পারে এমন ক্ষমতা আছে নাকি যে কোনও লোকের। আর টাকার সঙ্গে দুর্নীতি অনেকদিন ধরেই জড়িয়ে আছে। অনেকদিন ধরেই কালো টাকায় সিনেমার প্রযোজনা হচ্ছে। যাদের ধরার তারা ধরছে। আমি কী বলব এতে। ’
প্রসঙ্গত, কুন্তল-কাণ্ডে নাম জড়িয়েছিল প্রিয়াঙ্কা সরকার থেকে বনি সেনগুপ্ত, এনা সাহা প্রমুখর। এখন আবার নতুন দিক। সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন, সাধারণকে ঠকিয়ে এসএসসি কাণ্ডে যত টাকা নেওয়া হয়েছিল তা সাদা করতে কি তাহলে ব্যবহার করা হয়েছিল টলিউডকেই! আর কারা কারা জড়িত আছেন এতে! পরিচালক থেকে অভিনেতা, কেউই কি সত্যি জানতেন না এই টাকার আসল উৎস যে দুর্নীতি?
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ