নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - দীর্ঘ দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানের রক্ষক হয় সেই মাই এবার ভক্ষকের রূপ ধারণ করলেন। শুনে অবাক লাগছে? অবাক লাগারই বিষয়টি। তবে এটাই সত্যি। পশ্চিম মেদিনীপুরের পিংলার উত্তরপাড় এলাকার এক বাসিন্দা বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন তার কোলের সন্তানকে। মা হয়ে কীভাবে নিজের সন্তানকে খুন করলেন তিনি!
ছোট্ট শিশুটির বয়স মাত্র দুই বছর। ছোট্ট দীপ্তি জানার মৃত্যুকে ঘিরে ওই এলাকায় সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্যকর পরিবেশের। ঘটনাস্থলে ভিড় জমেছে স্থানীয় লোকদের। সকলের মুখে একটাই প্রশ্ন, কিভাবে মা পারলেই এমন একটা নিশংস কাজ করতে!
স্থানীয় বাসিন্দা দেবাশিস মন্ডল জানিয়েছেন, মা পূজা জানা তার বাচ্চাটিকে নিয়ে রোদে লেপ শুকোচ্ছিলেন। তার পরেই ঘটে এই দুর্ঘটনা। শুরু হয়ে যায় কান্নাকাটি। হইচই শুনে ভিড় জমে তার বাড়িতে। পূজা জানাকে জেরা করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
প্রথমটায় তিনি সমস্ত বিষয়টি এড়িয়ে যান। তারপর পুলিশের ভয় দেখানোতে অবশেষে নিজের হাতে বাচ্চাকে খুন করার বিষয়টি সকলের কাছে শিকার করেন তিনি। তবে প্রথমে তিনি বলেছিলেন যে, লেপ জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার সন্তানের। কিন্তু সত্যিটা কখনোই চাপা থাকে না।
সূত্রের খবরে জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে মত্ত ছিলেন মা পূজা জানা। এর ফাঁকেই বালিশ চাপা দিয়ে সন্তানকে খুন। সানি বাসিন্দারা পিংলা থানার পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসেন এবং গ্রেফতার করে পূজা জানা সহ তার প্রেমিক দেবাশিস মন্ডলকে।
স্বামী কাজের সূত্রে বাইরে থাকার সুবাদে স্থানীয় এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্কে আবদ্ধ ছিলেন এই মহিলা। ওই যুবকের নাম দেবাশিস মন্ডল। প্রায় পাঁচদিন হল পূজা জানার স্বামী কর্মসূত্রে আন্দামান গেছেন। এই সুযোগেই দুপুর থেকেই চলছিল প্রেমিক দেবাশিস মন্ডলের সাথে ফোনে প্রেমালাপ তথা কথোপকথন। তারপর ছোট্ট সন্তানটিকে মা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেন।
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের