নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গত চার বছর আগে পরকীয়ার জেরে দুই সন্তানের মাকে খুন করেছিল প্রেমিক। সেই ঘটনায় বুধবার অভিযুক্ত প্রেমিক সমীর পাত্রকে ফাঁসির সাজা শোনালো কাকদ্বীপ মহকুমা আদালত। গত এক মাসের মধ্যে ফাঁসি কার্যকর করার রায় জানিয়েছে আদালত। মর্মান্তিক ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার বকখালির।
২০১৮ সালের ১১ই এপ্রিল বকখালিতে খুন হয়েছিল নামখানার রাজনগরের বাসিন্দা এক মহিলা। মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকতেন। ২টি সন্তান ছিল তাঁর। ১০ই এপ্রিল মহিলার সঙ্গে ঘরভাড়া নেন সমীর। পরদিন সকালে খাবার দিতে গিয়ে হোটেলের কর্মীরা মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান। এমনকি জানালার কাঁচ ভাঙা থাকায় হোটেল কর্মীরা অনুমান করেছিল খুনি এখান থেকেই পালিয়েছে।
পরবর্তীতে হোটেলের তরফ থেকে খবর দেওয়া হয়েছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। এরপরই মৃতদেহের ময়নাতদন্ত করে রিপোর্টে পুলিশ জানতে পারে মহিলাকে শ্বাসরোধ করে খুন করে সমীর। মৃত্যু নিশ্চিত করতে ছুরি ও কাচের টুকরো দিয়ে তাঁর শরীরের একাধিক শিরাও কেটে দেয়। দীর্ঘদিন ধরে খুনের ঘটনার তদন্ত জারি রেখে চলতি মাসে নামখানার পাতিবুনিয়ার বাসিন্দা সমীরকে প্রায় ৪ বছর পর গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করলে মামলার শুনানিতে ফাঁসির সাজা দেয় আদালত।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।