অমৃতবাজার এক্সক্লুসিভ, সারমিন সুলতানা মন্ডল - কালিম্পং ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবেই বিখ্যাত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ে ঘেরা এলাকায় ঘুরতে এসে মুগ্ধ হয় সকলে। কালিম্পঙের অবস্থিত একটি ছোট্ট শৈল শহর হলো লোলেগাঁও। ঘন সবুজ অরণ্য এবং শান্ত উপত্যকা এই স্থানটিকে আরও মনোরম করে তুলেছে।
লোলেগাঁও একটি ছোট ল্যাপচা গ্রাম, এখানকার জনসংখ্যা প্রায় পাঁচহাজারের কাছাকাছি। সড়কপথের মধ্যে কালিম্পং থেকে প্রায় ৫৫ কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে ১২৪ কিলোমিটার দুরুত্ত্বে এটি অবস্থিত। চারিদিকে সবুজ এবং ফুলে ঘেরা জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ। মেঘে ঢাকা পাইন বনে ঘেরা এই গ্রামটি সত্যিই অনেক আকর্ষণীয়। এছাড়াও কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সৌভাগ্য অর্জন করতেও আপনি এখানে আসতে পারেন।
লোলেগাঁও শব্দের স্থানীয় অর্থ সুখী গ্রাম, গ্রামটি সত্যিই তার অর্থের মাহত্ব বজায় রেখেছে। এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ক্যানপি ওয়াক। মেঘাচ্ছন্ন পাইন বনের মধ্য দিয়ে ৭৫ মিটার লম্বা এই ক্যানপটি ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয়। এছাড়া রয়েছে মনেস্ট্রী, সানরাইজ পয়েমন্ট, সানসেট পয়েন্ট এবং বেশ কয়েকটি দর্শনীয় স্থান।
লোলেগাঁও থেকে লাভা পাইনের জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে যাওয়ার অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে। সন্ধ্যা নামলেই যেন এক অপরূপ দৃশ্যের সম্মুখীন হবেন আপনারা। মনে হয় যেনো পাহাড়ের চূড়ায় অগুনতি জোনাকি প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এখানে বসে বসেই বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়।
আপনারা চাইলে এবারের গ্রীষ্মের ছুটি কাটাতে চলে আসতে পারেন কালিম্পঙের লোলেগাঁও শৈল শহরে। এক আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হবেন আপনারা।
কিভাবে যাবেন ?
হাওড়া থেকে কালিম্পঙে যাওয়ার ট্রেনে উঠতে হবে। এরপর সড়ক পথের মাধ্যমে পৌঁছে যেতে পারেন লোলেগাঁও শৈল গ্রামে।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক