নিজস্ব প্রতিনিধি , ডিমাপুর - শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির তরুণ অভিনেতা কিশোর দাস। শনিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার। ব্লাড ক্যান্সারের পাশাপাশি করোনায় আক্রান্ত হওয়ায় আর বাঁচানো গেল না অভিনেতাকে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিজের অসুস্থতা নিয়েই নতুন সিনেমার প্রোমোশনের একটি ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেতা। সেটাই অভিনেতার জীবনের শেষ বার্তা হিসেবে রয়ে গেল অনুরাগীদের কাছে।
দক্ষ অভিনয়ের মাধ্যমে অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন অভিনেতা কিশোর দাস। এমনকি বড় পর্দার বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’ থেকে শুরু করে ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করে মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়াও ছোট পর্দায় ‘বিধাতা ও বন্ধু’ থেকে শুরু করে একাধিক ধারাবাহিকে কাজ করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে নিজের ক্যারিয়ারের যাত্রা বেশিদিন ধরে রাখতে পারলেন না তিনি। অনেকদিন ধরেই ব্লাড ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা।
ব্লাড ক্যান্সারের চিকিৎসা প্রথম দিকে চলছিল অসমে। পরে উন্নত মানের চিকিৎসার জন্য মুম্বাইয়ে নিয়ে আসা হয় অভিনেতাকে। এমনকি শেষের কিছুদিন নায়কের চিকিৎসা চলে চেন্নাইয়ের একটি হাসপাতালে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন অসমিয়া সিনেমার নায়ক কিশোর দাস। করোনা আক্রান্তের পর থেকেই ক্রমশ অবনতি ঘটতে থাকে অভিনেতার শারীরিক অবস্থার।
তবে দিনের পর দিন চিকিৎসকদের একাংশ আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে অভিনেতাকে সুস্থ করে তুলতে। তবে এত কিছুর পরেও শেষ রক্ষা করা গেল না। ২রা জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩০ বছরের নায়ক কিশোর দাস।
অসুস্থ হওয়ার কিছুদিন আগেই শেষ করেছেন ‘দাদা তুমি দুষ্টু বড়’ সিনেমার শ্যুটিং। এই সিনেমায় অভিনেতার শেষ কাজ। কিছুদিনের মধ্যেই এই সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে। সেই কারণে নায়ক হাসপাতালে বেডে শুয়ে নিজের অসুস্থতা নিয়েও সিনেমার প্রমোশনে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই বার্তাই অনুরাগীদের কাছে অভিনেতার জীবনের শেষ বার্তা হিসেবে রয়ে গেল।
ভিডিওতে অভিনেতা কিশোর দাস জানিয়েছিলেন,' আপনারা সকলেই জানেন আমার ব্লাড ক্যান্সারের আক্রান্ত হওয়ার বিষয়। আমি এতদিন যা কাজ করছি সব কাজেই মানুষের ভালোবাসা পেয়েছি। তাইজন্য মনোবল শক্ত রেখে এতদিন অভিনয় চালিয়ে যেতে পেরেছি। ‘দাদা তুমি দুষ্টু বড়’ নামের একটি নতুন সিনেমা বড় পর্দায় আসতে চলেছে। এই সিনেমার গল্প জুড়ে থাকছে কমেডি ও রোমান্টিক চিত্র। আমি আশাবাদী এবারেও মানুষ আমার সিনেমাকে ভালোবাসা দেবে। তাই সবাই মিলে এই সিনেমাটা দেখতে যাবেন'।
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জেনে নিন স্ট্রেস থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
যত তীব্র হচ্ছে বয়কট বিতর্ক , ততই ‘লাল সিং চাড্ডার’ প্রতি আকৃষ্ট হচ্ছে দর্শক
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
‘ইন্ডিয়া পছন্দ হচ্ছে না , দেশের নাম বদলে হিন্দুস্তান করে দিন’, হাসিন জাহানের মন্তব্য ঘিরে তীব্র হৈচৈ
ভারতে দেখা দেবে দুর্ভিক্ষ , বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ঘিরে তীব্র উদ্বেগ
স্বাধীনতার আনন্দকে সামনে রেখেই বিতরণ করা হয় চারাগাছ।
বর কলকাতায় এলেই বলি শ্যুটিং আছে, খাবার গরম করে খেয়ে নিও - ইন্দ্রানী
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
নতুন আলো আমাদের জীবনে এক অনন্য ছায়া যোগ করতে চলেছে, পোস্ট অভিনেত্রীর
ব্রহ্মাস্ত্রর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় করণ
মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত শ্রুতিনন্দনের প্রাণ পুরুষ পন্ডিত অজয় চক্রবর্তী ও চন্দনা চক্রবর্তী
স্বাধীনতার পর দেশ এগিয়ে গেলেও এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, প্রতিক্রিয়া ফারুক আবদুল্লার
অমৃৎ মহোৎসবে গোটা ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা পুতিনের
‘শোক নয়, শক্তি হয়ে রয়ে যায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান’, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা জয়ার