গ্রামের পথে পায়ে হেঁটে সিপিআইএম প্রার্থীর প্রচার

এপ্রিল ১১, ২০২১ বিকাল ০৫:৫৬ IST
6072dd8e931f4_1617152681_cpm-krishnaganj

নিজস্ব প্রতিনিধি, নদীয়া - ২০২১ বিধানসভা ভোটের আরও বেশ কয়েক দফা বাকি। রবিবার ছুটির দিনে জেলায় জেলায় দলীয় প্রার্থীদের শেষ প্রচার কাজে ব্যাস্ত থাকতে দেখা যায়।

রবিবার নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লক-এর কৃষ্ণগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ঝুনু বৈদ্য পঞ্চম দফার শেষ প্রচারে সকালবেলায় বেরিয়ে পড়লেন। তাকে গ্রামে গ্রামে দলীয় কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ বাড়াতে দেখা যায়। প্রচারে বেরিয়ে তার বক্তব্য, এলাকার মানুষের কাছ থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন। তার প্রধান লক্ষ্য মানুষের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেওয়া।

তিনি মনে করেন তৃণমূল এবং বিজেপি দুই দলের সঙ্গেই তার মূলত লড়াই। এই কেন্দ্রের নির্দল প্রার্থী ISF অনুপ মন্ডল'কে গুরুত্ব দিতে নারাজ তিনি। তিনি বিশ্বাস করেন সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

ভিডিয়ো

Kitchen accessories online