নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার জেরে রাজ্যজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
প্রসঙ্গত, শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল বিজেপির রাজ্য সভাপতির। অভিযোগ, সভা শেষ হওয়ার পর মাঠ ঘিরে ফেলে তৃণমূল কর্মীরা। শুরু হয় বোমাবাজি। দিলীপের গাড়ি-সহ আরও অনেকগুলি গাড়িতে চালানো হয় ভাঙচুর। কাঁচ ভেঙে হাতে ইট লেগেছে তার।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপির নেতা কর্মীরা। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয় এই হামলার প্রতিবাদে।
প্রতিবাদের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারী সহ আরো অনেকে। তারা অভিযুক্তদের অবিলম্বে শাস্তি চান।