নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - একই দিনে সকালে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের পর , এবার দুপুরে ডুয়ার্সের চা বাগান লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল তিনটি বাইসনের মৃতদেহ।আজ হলদিবাড়ি চা-বাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
বনদফতর সূত্রের খবর , এদিন সকালবেলা চা বাগানের বাসিন্দারা প্রথমে বাইসন গুলিকে দেখতে পায় মৃত অবস্থায়। খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের বনকর্মীদের এবং বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা।
তাদের মাধ্যমেই জানা যায় , মৃত বাইসন গুলোর মধ্যে একটি মা এবং দুটি শাবক রয়েছে। মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি বিটের সি এম জি ১২ কম্পার্টমেন্ট এবং হলদিবাড়ি চা বাগানের ৪ নং সেকশনের মাঝ থেকে উদ্ধার করা হয় বাইসন গুলির দেহ। বনদফতরের প্রাথমিক অনুমান বাজ পড়ে বাইসন গুলোর মৃত্যু হয়ে থাকতে পারে।তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে বাইসনের মৃত্যুর খবর শুনে চা-বাগানের প্রচুর মানুষ সেখানে ভিড় জমান।মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন , চা-বাগানের তরফের আমাদের কাছে খবর আসে হলদিবাড়ি এবং মরাঘাট জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাইসন মৃত অবস্থায় পড়ে রয়েছে।বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি শাবক এবং একটি মা-বাইসনকে মৃত অবস্থায় উদ্ধার করে।বাইসন গুলি আশেপাশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল।তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। বাইসান গুলির দেহ খট্টিমারি জঙ্গলে ময়নাতদন্ত করা হবে তারপর সৎকার করা হবে।
অপরদিকে সাতসকালে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানে বনদফতর সুত্রে জানা গেছে , বুধবার সকালে ওই চা বাগানের ৩ নং সেকশনে শ্রমিকেরা কাজে যোগ দিতে যাবার সময় তাদের নজরে আসে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ মৃত অবস্থায় চা বাগানের নালায় পড়ে রয়েছে।সঙ্গে সঙ্গে বিষয়টি তারা বাগান কর্তৃপক্ষকে জানান। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে এসে চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করেন তারা।
ঘটনায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন , 'সকালে আমরা ডায়না চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাই একটি চিতাবাঘের মৃতদেহ তাদের চা বাগানে রয়েছে।এরপর আমরা উদ্ধার করতে গিয়ে দেখি তার দেহে পচন ধরেছে। আনুমানিক দিন তিন চারেক আগে তার মৃত্যু হয়েছে।দেহ উদ্ধার করে গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই চিতাবাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে'।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী