নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বিপদ কখনো বলে আসেনা, তাই বিপদ ঘটার পূর্বে বা বিপদ ঘটলে ঠিক কি করনীয় তা বুঝে উঠতে পারেন না বেশ কিছু মানুষ। যার ফলে অনায়াসে সেই বিপর্যয় গ্রাস করে তাদের।তাই এবারে বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে মক ড্রিল হলো পুরুলিয়ায়।প্রশাসনের উদ্যোগে স্বর্গদুয়ার সরোবরে এনডিআরএফের উপস্থিতিতে এই মক ড্রিল আয়োজিত হল। আজ এই মক ড্রিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার প্রশাসনের উদ্যোগে রঘুনাথপুর ১নং ব্লকের অন্তর্গত আড়রা গ্রাম পঞ্চায়েতের বাকড়াডাঙ্গা মৌজার স্বর্গদ্বার সরোবরে এই মক ড্রিলের আয়োজন করা হয়েছিল। কলকাতা এনডিআরএফের দুই নম্বর ব্যাটালিয়ন ও পশ্চিমবঙ্গ অসামরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় এই মক ড্রিলের আয়োজন করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা শাসক তামিল ওভিয়া।এছাড়াও রঘুনাথপুর মহকুমা ডিসাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক আনন্দকৃষ্ণ ঝা সহ একাধিক এনডিআরএফের কর্মী প্রমুখ।
এদিন এই মক ড্রিল কর্মসূচিতে এনডিআরএফের কর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের সময় তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পরতে হয় তাদের।সেই সময়কালীন কি কি সমস্যার মুখে পরতে হয় তা এই কর্মসূচিতে প্রতীকীভাবে দেখানো হয়ে থাকে।এছাড়াও কিভাবে তারা উদ্ধার কাজ করে অসহায় মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে সেটিও পুরোপুরি বৈশিষ্ট্য চিত্রটি তুলে ধরেন তারা।
পাশাপাশি তাদের দল প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে এলাকার মানুষেরা কিভাবে নিজেরা সুরক্ষিত থাকবে। অপরকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবে, সেই সমস্ত বিষয়গুলিও এই মক ড্রিলের মাধ্যমে বোঝানো হয়।
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ