নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ইতিমধ্যেই তৃনমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠে এসেছে।এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃনমূল পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতীক বিতর্ক।এবার এই প্রসঙ্গে কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।
শুক্রবার বারাসাতে সাংবাদিক সম্মেলনে সুজন চক্রবর্তী জানিয়েছেন,' নতুন তৃণমূল টা এখন জন্মাচ্ছে বোধহয় দুবাইতে।আর অভিষেকের পোস্টার টা কলকাতায় আত্মপ্রকাশ করবে অন্নপ্রাশনের ৬মাস পরে। ততদিন শিশু জন্মায় কিনা, বেঁচে থাকে কিনা, কোথায় কি দাঁড়ায় দেখুন।দিদিকে বলো ফেক,বাংলার গর্ব...ফেক।বাংলা নিজের মেয়েকে চায়।বাংলার মেয়েদের হাল সবাই বুঝতে পারছে,ফেক।তার পরে একটা চালু হল,এক ফোনে অভিষেক, সেও দেখা গেলো জমছে না।সব ধরা পরে যাচ্ছে।এখন তাই নতুন তৃণমূল।এখন দিদির মুখ চলছে না তাও ভাইপোর মুখ দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে।'
অনুব্রত সম্পত্তি,গাড়ি নিয়ে তিনি জানিয়েছেন, 'বোলপুরে ভোলে বাবা রাইস মিল,যত এমন ঠাকুরের নাম দেবে তত বোধহয় ঠাকুরের কাছে পৌছানো যাবে।দুর্নীতি গ্রস্তদের যদি এমনটাই মনোভাব হয় তাহলে কার্যত সবই কলুষিত হচ্ছে বোঝা যাচ্ছে।এমনকি গাড়িতে সরকারি স্টিকার,সেই গাড়ি ওখানে কেন? অর্থাৎ সরকার বেসরকার শিল্প সমস্ত কিছুকে কলুষিত করে দিচ্ছে'
এছাড়া পুরপ্রধান প্রবীর সাহার মন্তব্যকে সমর্থন জানিয়ে বারাসতে শুক্রবার সুজন চক্রবর্তী জানিয়েছেন,'পুরো দলটাই এখন ক্যান্সারে আক্রান্ত।তবে প্রবীর সাহা যে মন্তব্য করেছেন তা বেঠিক নয়। তবে ক্যান্সারের অনেকগুলি স্টেজ হয়,প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ, এখন বাইরের ফুলে উঠেছে বলেই দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়।তৃণমূল দলটাই তো ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলো লুঠের ক্যান্সারে।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।