নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - হাসপাতালে রোগীদের জন্য নেই জায়গা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এমনই চরম দুরবস্থা সামনে এলো। সন্তান প্রসবের পর সদ্যোজাতদের সঙ্গে থাকার কোনো ব্যবস্থাই নেই মায়েদের। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কে পড়েছে বর্ধমান মেডিকেল কলেজ।
সূত্রের খবর , সন্তান প্রসবের পর অনেক ক্ষেত্রে অসুস্থতার কারণে সদ্যোজাতদের অনেককেই শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সদ্যোজাতদের সঙ্গেই থাকতে হয় মায়েদের। কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের সঙ্গে হাসপাতালে মায়েদের থাকার কোনও বন্দোবস্ত নেই। বাধ্য হয়েই শিশু ওয়ার্ডের বাইরে প্লাস্টিক টাঙিয়ে রোদ-বৃষ্টিতে দিন কাটাচ্ছেন প্রসূতিরা। মশার উপদ্রব নোংরা আবর্জনার মধ্যেই দিন কাটাচ্ছেন তারা। যার জেরে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন প্রসূতি ঘেরা।
এপ্রসঙ্গে প্রসূতিরা জানিয়েছেন,"বাচ্চাদের কাঁচের ঘরে রেখে মায়েদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মায়েদের কোনো থাকার ব্যবস্থা করা হয়নি। এমনকি বলা হচ্ছে তোমরা নিচে থাকো যখন ডাকা হবে তখন আসবে। আমরাও অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের রাখা হয়েছে চার তলায়। বারবার ওপর নীচ করা অসুবিধা হচ্ছে"।