নিজস্ব প্রতিনিধি , কালিম্পং - পূর্ণাঙ্গ জেলা হিসেবে মর্যাদা পেয়েছে কালিম্পং।এবারে এই প্রথম ট্রাফিক সিগন্যালের আলো বসল কালিম্পং জেলায়। দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়ের গুরুত্ব ক্রমশ বাড়ছে পর্যটকদের কাছে। ফলে যানজটের সমস্যা বেড়েই চলেছে। আর তাই ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলায় প্রথমবারের জন্য স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানো হল।
প্রশাসন সূত্রে খবর , কালিম্পং শহরের ট্রাফিক সিগন্যালে আলোর শুভ সূচনা করেন পুরপ্রধান রবি প্রধান। কালিম্পংয়ের থানাদাঁড়া এলাকায় ট্রাফিক বুথ ও ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করা হয়। কয়েক দিনের মধ্যে কালিম্পং শহরের আরও কয়েক জায়গায় ট্রাফিক সিগন্যালে আলোর বন্দোবস্ত করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই।
এই বিষয়ে কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই বলেন, আমাদের শহরে ট্রাফিক সিগন্যাল না থাকায় এখানকার গাড়ি চালকরা বাইরে গেলে তাদের সমস্যার মুখে পরতে হয়। এদিকে শহরেও যানজট সমস্যা বেড়ে চলেছিল। ট্রাফিক সিগন্যাল না থাকায় তা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণরূপে গড়ে উঠলে কালিম্পংয়ের যানজটকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে