নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সবেমাত্র কিছুদিন হল দুর্গাপুজো শেষ হয়েছে। কয়েক বছর যাবৎ দুর্গা প্রতিমা বিসর্জনের আগে সেরা সেরা প্রতিমা সহ সাজ সরঞ্জাম নিয়ে প্রতিটি পুজো কমিটি জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত করে থাকে। গত ৭ই অক্টোবর বাঁকুড়া জেলায় প্রথমবারের মত বাঁকুড়া প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুর্গা পূজোর কার্নিভাল। যা দেখতে ভীড় করেছিলেন বাঁকুড়া জেলার অসংখ্য মানুষ।
কিন্তু এই দুর্গা প্রতিমার বিসর্জনই তাদের জীবনে এক অশান্তির সৃষ্টি করেছে বলে জানা যাচ্ছে। বাঁকুড়া জেলার ২০ নাম্বার ওয়ার্ডে লালবাগ নামে এক পুকুর রয়েছে। এবং পুকুরটিকে তারা নিত্যনৈমিত্তিক কাজের জন্য এবং স্নানের জন্য ব্যবহার করেন।এলাকাবাসী সূত্রে খবর , শারদ কার্নিভাল ঠিকঠাক ভাবে সম্পন্ন হলেও পুকুরের জলে প্রতিমা বিসর্জন বহু মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সুচাঁদ কর্মকার জানিয়েছেন , লালবাগ পুষ্করণী তাদের বাঁকুড়া টাউনের মধ্যে একমাত্র বড় পুষ্করনী। এই জলে বহু মানুষ নিয়মিত স্নান করেন। কিন্তু প্রতিমা বিসর্জনের পর থেকে পুকুরে থার্মোকলের টুকরো , ঠাকুরের কাঠামো ইত্যাদির কারণে পুকুরের জল দূষিত হয়ে যাওয়ার জন্য , তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি বহু মানুষের চর্মরোগও দেখা দিচ্ছে। তারা ইতিমধ্যেই অনেকবার পুলিশ প্রশাসনের কাছে এবং পৌরসভায় তাদের সমস্যার কথা জানালেও এর কোনও সুরাহা হয়নি।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সনাতন রুদ্র জানিয়েছেন , গত ৭ই আগস্ট প্রতিমা বিসর্জনের পর থেকেই পুকুরের জলে একাধিক কাঠামো এবং সাজসরঞ্জাম মিশে যাওয়ার কারণে পুকুরের জল দূষিত হয়েছে। এর ফলে বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং পুকুরের জল থেকে সর্বদাই দুর্গন্ধ বেরোচ্ছে। তারা বহুবার এই বিষয়টি প্রশাসনের কাছে জানালেও তারা কোনোভাবেই পুকুরটির বজ্র পরিষ্কার করার কোনোরকম প্রচেষ্টা করেননি বলেই তারা দাবি করছেন।
ঘটনাটি বাঁকুড়া জেলার মানুষের মধ্যে পৌরসভার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠাচ্ছে বলে মনে করা হচ্ছে। বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ জানিয়েছেন , তাদের তরফে শুরু থেকেই থার্মোকল কার্নিভালে নিষিদ্ধ ছিল। কিন্তু হয়তো তাদের মধ্যে কেউ কেউ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হয়তো ভুলবশত সেটি ব্যবহার করেছেন। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তারা সমস্ত পুকুর পরিষ্কার করার ব্যবস্থা করবেন। তিনি ইতিমধ্যেই এলাকার এসআই এবং সিআইসিকে খবরা-খবর নিয়ে জানাতে বলেছেন কোন কোন পুকুরে এখনোও পর্যন্ত পরিষ্কারের কাজ শুরু হয়নি এবং সেই অনুযায়ী তারা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করবেন।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের