নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে একই গ্রামের দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডিহিবাইড়া এলাকায়। মৃতের নাম সাগর থান্ডার (২০)। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পরেছে এলাকায়। তবে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়ন করা হয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , মৃত সাগর স্থানীয় মনসা মাতা মিলন সঙ্ঘ ক্লাবের সদস্য ছিলেন।পেশায় তিনি রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। তার বাবা সুনীল থান্ডারও একই কাজ করেন। কিন্তু এদিন বিজয়ার দিন ডিহিবায়রার সঙ্গে স্থানীপান পাড়ার লোকজনের গন্ডগোল হয় বিসর্জনকে কেন্দ্র করে।
অভিযোগ , বুধবার বিকালে পান পাড়ার লোকজন স্থানীয় একটি দিঘির ঘাটে তাদের ক্লাবের প্রতিমা বিসর্জন দিতে যান। আর তাতেই আপত্তি করেন দিঘির পাশাপাশি ডিহিবায়রার লোকজন। সেখানে সাগরও প্রতিবাদ করেন। তখনই উভয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। খবর পেয়ে এলাকায় যায় আরামবাগ থানার পুলিশ।
এরপর সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যায় ফের উত্তেজনা বাড়ে। তখনই পান পাড়ার কয়েক জন সাগরকে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ। এরপরে তাকে আর দেখতে পাওয়া যায়নি। পরে দেখা যায় দিঘির কাছাকাছি স্থানে তার দেহ পরে রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি , দেহে আঘাতের চিহ্ন ছিল। সাগরের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দোষীদের গ্রেফতারের দাবি তুলেছে মৃতের পরিবারের লোকজন।
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের